TRENDING:

TMC Establishment Day|| ভার্চুয়াল ছাত্র সমাবেশ || এবার চমক থাকছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে

Last Updated:

TMC Establishment Day| নয়া ব্লগ আসছে তৃণমূল ছাত্র পরিষদের। থাকছে প্রাক্তন ছাত্র নেতাদের ইন্টারভিউ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা আবহে এবার ভারচুয়াল হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এসপ্ল্যানেডে গান্ধিমূর্তির পাদদেশে নয়। ২১শে জুলাইয়ের মতোই কালীঘাট থেকে ছাত্র-যুবদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। দুপুর ২ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভারচুয়াল বক্তৃতা শোনা যাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকেও। সরাসরি সম্প্রচার হবে ফেসবুক, ইউটিউব ও ট্যুইটার মাধ্যমে।
advertisement

আপাতত তৃণমূলের লক্ষ্য আগামী সোমবার ১৬ আগস্ট 'খেলা হবে' কর্মসূচী পালন। তার পরেই ছাত্র-যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে যাবে ডিজিটাল ক্যাম্পেন। চলতি বছরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজেদের ব্লগ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে একাধিক চমক থাকছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর৷ তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত প্রাক্তন নেতাদের ইন্টারভিউ এই ব্লগে থাকবে। যা আপলোড করা হবে তৃণমূলের ইউটিউব চ্যানেলেই। সূত্রের খবর, আগামী মঙ্গলবার এই ব্লগের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ব্লগে সাক্ষাৎকার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়, মদন মিত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায়। এছাড়া ব্লগে থাকবে একাধিক মানুষের লেখা। বিশিষ্ট মানুষের লেখা।

advertisement

থাকছে শিক্ষা, ভ্রমণ, ক্রীড়া, বিনোদন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তবে ছবি-ভিডিও সহ ভ্রমণ কাহিনির ওপর বিশেষ জোর দেওয়া হবে। জেলায় জেলায় ছাত্র সংগঠন যারা সামলেছেন তাদেরকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের লেখাও থাকবে। থাকবে জেলার নেতাদের বাছাই করা ইন্টারভিউ। প্রতিবছর যেখানে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান সম্পন্ন হয়, এবারও তা বাতিল হচ্ছে না। গান্ধী মূর্তির পাদদেশেই হবে শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান। তবে কোভিড আবহে হবে না কোনও জমায়েত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, "আসলে ওই দিনটা আমাদের কাছে আবেগ। আমাদের একটা জন্মদিনও বলতে পারেন৷ সাম্প্রতিক রাজনৈতিক আবহে এই দিনটার আলাদা গুরুত্ব তৈরি হয়েছে। তাই সকলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে একাধিক অভিনবত্ব থাকছে।" প্রসঙ্গত, ২৮ আগস্ট উপলক্ষ্যে এবার বিশেষ গান রচনা হয়েছে। একাধিক জেলাও গান বেঁধেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Establishment Day|| ভার্চুয়াল ছাত্র সমাবেশ || এবার চমক থাকছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল