আপাতত তৃণমূলের লক্ষ্য আগামী সোমবার ১৬ আগস্ট 'খেলা হবে' কর্মসূচী পালন। তার পরেই ছাত্র-যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে যাবে ডিজিটাল ক্যাম্পেন। চলতি বছরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজেদের ব্লগ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে একাধিক চমক থাকছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর৷ তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত প্রাক্তন নেতাদের ইন্টারভিউ এই ব্লগে থাকবে। যা আপলোড করা হবে তৃণমূলের ইউটিউব চ্যানেলেই। সূত্রের খবর, আগামী মঙ্গলবার এই ব্লগের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ব্লগে সাক্ষাৎকার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়, মদন মিত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায়। এছাড়া ব্লগে থাকবে একাধিক মানুষের লেখা। বিশিষ্ট মানুষের লেখা।
advertisement
থাকছে শিক্ষা, ভ্রমণ, ক্রীড়া, বিনোদন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তবে ছবি-ভিডিও সহ ভ্রমণ কাহিনির ওপর বিশেষ জোর দেওয়া হবে। জেলায় জেলায় ছাত্র সংগঠন যারা সামলেছেন তাদেরকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের লেখাও থাকবে। থাকবে জেলার নেতাদের বাছাই করা ইন্টারভিউ। প্রতিবছর যেখানে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান সম্পন্ন হয়, এবারও তা বাতিল হচ্ছে না। গান্ধী মূর্তির পাদদেশেই হবে শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান। তবে কোভিড আবহে হবে না কোনও জমায়েত।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, "আসলে ওই দিনটা আমাদের কাছে আবেগ। আমাদের একটা জন্মদিনও বলতে পারেন৷ সাম্প্রতিক রাজনৈতিক আবহে এই দিনটার আলাদা গুরুত্ব তৈরি হয়েছে। তাই সকলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে একাধিক অভিনবত্ব থাকছে।" প্রসঙ্গত, ২৮ আগস্ট উপলক্ষ্যে এবার বিশেষ গান রচনা হয়েছে। একাধিক জেলাও গান বেঁধেছে।
