TRENDING:

মতুয়া ভোট আর হাতছাড়া নয়! স্বচ্ছ ভাবমূর্তি, নিবিড় জংসংযোগ, এসআইআরের মতো ইস্যুতে জোর অভিষেকের

Last Updated:

গত কয়েক বছরে এই সাংগঠনিক জেলায় তৃণমূলের ফল ভাল নয়। পাশাপাশি সংগঠন শক্তিশালী করেছে বিজেপি। মতুয়া ভোট কার্যত হাতছাড়া হয়েছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে এখানে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য জেলার মতোই রাজ্যসরকারের বিভিন্ন প্রকল্পগুলির প্রচার ও প্রসার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলের অংশগ্রহণ, বুথে বুথে নিবিড় জনসংযোগে জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভাপতি সুব্রত বক্সি। বিশেষ করে বিজেপি যেসব এলাকায় জিতেছে সেখানে দলকে আরও জোরালেভাবে নামতে বলা হয়েছে।
স্বচ্ছ ভাবমূর্তি, নিবিড় জংসংযোগে জোর অভিষেকের
স্বচ্ছ ভাবমূর্তি, নিবিড় জংসংযোগে জোর অভিষেকের
advertisement

নদিয়া জেলার বহু এলাকায় মতুয়া ভোট রয়েছে। সেখানেও দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়কদের আরও বেশি করে জনসংযোগ এবং তাঁদের পাশে থেকে অভাব-অভিযোগ শুনে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলার অনেকটাই সীমান্তবর্তী এলাকা। ফলে সেখানকার মানুষজনের সুযোগ-সুবিধা, অভাব অভিযোগেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সঙ্ঘবদ্ধভাবে দলের ও সরকারের কাজ করতে হবে।

advertisement

আরও পড়ুন : ‘সুপার এমারজেন্সি চলছে..,’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর গ্রেফতারি সংক্রান্ত বিল কী? বিশদে ব্যাখ্যা মহুয়া মৈত্রর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত কয়েক বছরে এই সাংগঠনিক জেলায় তৃণমূলের ফল ভাল নয়। পাশাপাশি সংগঠন শক্তিশালী করেছে বিজেপি। মতুয়া ভোট কার্যত হাতছাড়া হয়েছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে এখানে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। বৈঠকে অভিষেকের বার্তা দলের সবাইকে এক হয়ে চলতে হবে। দ্রুত ভুল ত্রুটি শুধরে বারবার সংগঠনিক জেলা হিসেবে রানাঘাটের যে সমস্যা তার সমাধান করতে হবে। গত বেশ কয়েকটি নির্বাচন ধরে টানা খারাপ ফল হয়ে আসছে রানাঘাট সংগঠনিক জেলায়। এই সমস্যা সমাধানে বেশ কিছু দাওয়াই দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দলকে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকস্তরে সাংগঠনিক রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হলেও এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মতুয়া ভোট আর হাতছাড়া নয়! স্বচ্ছ ভাবমূর্তি, নিবিড় জংসংযোগ, এসআইআরের মতো ইস্যুতে জোর অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল