নদিয়া জেলার বহু এলাকায় মতুয়া ভোট রয়েছে। সেখানেও দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়কদের আরও বেশি করে জনসংযোগ এবং তাঁদের পাশে থেকে অভাব-অভিযোগ শুনে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলার অনেকটাই সীমান্তবর্তী এলাকা। ফলে সেখানকার মানুষজনের সুযোগ-সুবিধা, অভাব অভিযোগেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সঙ্ঘবদ্ধভাবে দলের ও সরকারের কাজ করতে হবে।
advertisement
গত কয়েক বছরে এই সাংগঠনিক জেলায় তৃণমূলের ফল ভাল নয়। পাশাপাশি সংগঠন শক্তিশালী করেছে বিজেপি। মতুয়া ভোট কার্যত হাতছাড়া হয়েছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে এখানে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। বৈঠকে অভিষেকের বার্তা দলের সবাইকে এক হয়ে চলতে হবে। দ্রুত ভুল ত্রুটি শুধরে বারবার সংগঠনিক জেলা হিসেবে রানাঘাটের যে সমস্যা তার সমাধান করতে হবে। গত বেশ কয়েকটি নির্বাচন ধরে টানা খারাপ ফল হয়ে আসছে রানাঘাট সংগঠনিক জেলায়। এই সমস্যা সমাধানে বেশ কিছু দাওয়াই দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দলকে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকস্তরে সাংগঠনিক রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হলেও এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।