গোপন তথ্যসূত্রের ভিত্তিতে, বাগুইআটি থানার অ্যান্টি ক্রাইম টিম সন্দেহজনক ভাবে বাগুইআটি থানার আওতাধীন ৭নম্বর ফুটব্রিজ এলাকা থেকে ট্যাংরার বাসিন্দা ইরশাদ আফ্রিদ ওরফে ছোটু, শেখ ইজান আলী ওরফে ইব্রাহিম এবং মোঃ জাফর ওরফে লালু নামে তিনজনকে আটক করে৷ সূত্রের খবর, তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি এবং অন্যান্য ঘাতক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ৷
advertisement
তদন্ত চলাকালীন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা এই এলাকায় ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে যে তারা কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর এবং আশপাশের অঞ্চলে তালা ভেঙে একাধিক বাড়িতে চুরির সঙ্গে জড়িত।
আরও জানা যায় যে, ধৃতরা দেশজুড়ে অবৈধভাবে এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গেও যুক্ত তিন অভিযুক্ত। আজ, শনিবার তিন অভিযুক্তকে বারাসাত আদালতে হাজির করা হলে আদালত তাদের ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে বলেই জানা গিয়েছে৷
