TRENDING:

Kolkata Metro : মেট্রো ইয়েলো লাইনে গাইডলাইনের অভাব! সমস্যায় যাত্রীরা, আগে থেকে জেনে নিন কী সমস্যা!

Last Updated:

Kolkata Metro- যে সব যাত্রীরা কবি সুভাষের দিক থেকে আসছেন তাঁদের নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে আবার ট্রেন পরিবর্তন করতে হবে বিমানবন্দর আসার জন্য। নোয়াপাড়া থেকে যাঁরা চাপবেন, তাঁরা নোয়াপাড়া মেট্রো স্টেশনের ২ নং গেট দিয়ে প্রবেশ করলে সুবিধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : শুক্রবার উদ্বোধনের পর সোমবার থেকে হলুদ লাইন দিয়ে সাধারণ মানুষের জন্য ছুটল মেট্রো৷ যে মেট্রো ধরে যাওয়া যাবে নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দরে। এই বিমানবন্দর মেট্রোর পোশাকি নাম জয় হিন্দ মেট্রো।
সঠিক গাইডলাইনের অভাবে ভুগছেন ইয়েলো লাইনের যাত্রীরা!
সঠিক গাইডলাইনের অভাবে ভুগছেন ইয়েলো লাইনের যাত্রীরা!
advertisement

যে সব যাত্রীরা কবি সুভাষের দিক থেকে আসছেন তাঁদের নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে আবার ট্রেন পরিবর্তন করতে হবে বিমানবন্দর আসার জন্য। নোয়াপাড়া থেকে যাঁরা চাপবেন, তাঁরা নোয়াপাড়া মেট্রো স্টেশনের ২ নং গেট দিয়ে প্রবেশ করলে সুবিধে। কাছেই হবে এস্কেলেটর পরিষেবা, তবে যদি যাত্রীর কাছে মেট্রোর স্মার্ট কর্ড থাকে তবেই সুবিধা।

advertisement

নোয়াপাড়া থেকে মেট্রো ধরতে হবে ১ নং প্ল্যাটফর্মে এসে। ২০ টাকাতেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর পৌঁছে যাওয়া যাবে মাত্র ১০ মিনিটেই। নোয়াপাড়া থেকে দমদম ক্যানটনমেন্ট যেতে ৫ টাকা খরচ হবে। নোয়াপাড়া থেকে যশর রোড যেতে খরচ ১০ টাকা ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর ২০ টাকা খরচ পড়বে।

নোয়াপাড়া থেকে মেট্রো চলতে শুরু করার পর বিমানবন্দরের পৌঁছনোর পর এবার বিমানবন্দর থেকে একই ভাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৭ টা আটান্ন মিনিটেই ছাড়বে মেট্রো। আপ ও ডাউন মিলিয়ে মোট ১২০ টি মেট্রো পরিষেবা দেবে  মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতি ১০-১৫ মিনিট অন্তর আপ ও ডাউনে মেট্রো পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন- বাড়ির দোতলায় উঠে কলেজ ছাত্রীকে গুলি করে খুন, কৃষ্ণনগরে কী কাণ্ড? দেখুন ভিডিও

তবে নতুন এই প্ল্যাটফর্মগুলিতে আরও কাজ বাকি আছে। সঠিক গাইডলাইনের অভাব। ঠিকঠাক সাইন বোর্ডের অভাব। এমনকী অভাব দেখা গেল নিরাপত্তারক্ষীর ক্ষেত্রেও। নতুন মেট্রোর প্রথম দিন পর্যাপ্ত নিরাপত্তারক্ষী চোখে পড়েনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেশি ভিড়ও হল না নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাত্রার৷ তবে ভিড় বাড়বে। সময় যত যাবে মানুষ জানতে পারবেন এবং তাঁরা সহজেই এই যাত্রা করতে পারবেন৷ তবে এই যাত্রা পথে সময় যে কমছে তা একই বাক্যেই স্বীকার করে নিলেন যাত্রীরা। ভীষণ দরকারি এই রুট মূলত অফিস যাত্রীদের জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro : মেট্রো ইয়েলো লাইনে গাইডলাইনের অভাব! সমস্যায় যাত্রীরা, আগে থেকে জেনে নিন কী সমস্যা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল