এদিন সাংবাদিকদের সামনে কুন্তল ঘোষ বলেন, “আমি যে অভিযোগটা করলাম – আমার ওপর বলপ্রয়োগ করা হয়েছে, আমার উপর অত্যাচার করা হয়েছে, তার বিচারটা কোথায়? আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা বিষয়টা ভালো বুঝবেন যে, আমার ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার চাই আমি।”
আরও পড়ুন: শরীর খারাপ নিয়ে বলতে গিয়ে আদালতে অবাক ‘আবদার’ অনুব্রতর! কী বললেন কেষ্ট? তাজ্জব সবাই
advertisement
এরপরেই সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, “সন্তু গঙ্গোপাধ্যায় আপনার শাগরেদ এমনটাই তাপসের দাবি, কী বলবেন?” উত্তরে কুন্তল বলেন, “পাগলের মত কথা বলছে।” এরপরেই সাংবাদিকদের তরফে ফের প্রশ্ন করা হয়, “আর্থিক লেনদেন হয়েছে বলছে?” তার উত্তরে একটি শব্দে প্রতিক্রিয়া জানিয়ে কুন্তল ঘোষ বলেন , “ধুর”।
অন্যদিকে, মামলার অপর অভিযুক্ত তাপস মণ্ডলকে এজলাস থেকে লক আপ রুমে নিয়ে আসার সময় তাপস জানান– “সন্তু গঙ্গোপাধ্যায় কুন্তলের ঘনিষ্ঠ, এটা আমি জানি। সন্তু গঙ্গোপাধ্যায় কি কুন্তলকে টাকা দিত? উত্তরে তাপস বলেন, “সেটা আমি কি করে বলব, আমি জানি না।” প্রশ্ন করা হয়, “সন্তু গঙ্গোপাধ্যায় কি আপনাকে টাকা দিত?” তাপসের তৎক্ষণাৎ উত্তর, “আমাকে কেন টাকা দেবে!”
প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ মামলায় ইডির চার্জশিটে উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ আরও এক এজেন্টের নাম। ইডি জানিয়েছে, সন্তু গঙ্গোপাধ্যায় নামে ওই এজেন্টের বাড়ি বেহালায়। ইডির চার্জশিটে দাবি পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ এই সন্তুর কাছে বিভিন্ন সময়ে জমা পড়েছে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা।
বেহালার ওই এজেন্ট, সন্তুর কথা ইডিকে জানিয়েছেন নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আবার হুগলির প্রোমোটার অয়ন শীলকে জেরা করেও সন্তুর নাম জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।