এদিন বিচারপতি বলেন, ‘‘আপনারা যখন এই দুর্নীতির তদন্তে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো? তদন্ত কি অনন্তকাল চলবে? আকাঙ্খিত গতিতে আপনাদের তদন্ত চলছে না৷’’
আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! আবাসনের সাধারণ বচসা-হাতাহাতিতে হঠাৎই চলল গুলি! উদ্ধার বোমা, গুলিবিদ্ধ ৩ জন
এরপরেই বিচারপতির মন্তব্য, ‘‘টাকা দিয়ে চাকরি কিনেছেন কারা? খুঁজে বের করুক সিবিআই।’’ টাকা দিয়ে চাকরি পেয়ে কারা কারা বর্তমানে কাজ করছেন সেই তালিকাও তদন্তকারীদের কাছে তলব করেন বিচারপতি৷
advertisement
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় পুরসভার নাম আর পুর – আইন চেয়ে পাঠিয়েছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিক৷ এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ সিবিআইয়ের উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘‘আপনাদের তদন্তকারীরা তদন্ত নিয়ে মাথাই ঘামাচ্ছে না।’’
আরও পড়ুন:ভোট যেতেই মাথা কামিয়ে ফেললেন! অদ্ভুত ছবি শুভেন্দুর জেলায়, তুমুল শোরগোল
আগামী ২৯ অগাস্টের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে ED-CBI কে৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কুন্তল সংক্রান্ত মামলা এবং পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে এসেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে৷ সেখানেই শুনানি ছিল শুক্রবার৷