TRENDING:

kolkata high court: ‘টাকা দিয়ে চাকরি কিনে কারা কাজ করছে?’, ED-CBI এর কাছে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার

Last Updated:

আগামী ২৯ অগাস্টের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে ED-CBI কে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টাকা দিয়ে চাকরি কিনেছেন কারা? নিয়োগ দুর্নীতির কিং পিনই বা কে? দুর্নীতির পিছনে কার মাথা? ইডি-সিবিআইকে প্রশ্ন করে রীতিমতো নাজেহাল করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ পাশাপাশি, CBI-ED তদন্তের গতিতে যে তিনি ক্ষুব্ধ, তা-ও জানিয়ে দিলেন স্পষ্ট করে৷
advertisement

এদিন বিচারপতি বলেন, ‘‘আপনারা যখন এই দুর্নীতির তদন্তে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো? তদন্ত কি অনন্তকাল চলবে? আকাঙ্খিত গতিতে আপনাদের তদন্ত চলছে না৷’’

আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! আবাসনের সাধারণ বচসা-হাতাহাতিতে হঠাৎই চলল গুলি! উদ্ধার বোমা, গুলিবিদ্ধ ৩ জন

এরপরেই বিচারপতির মন্তব্য, ‘‘টাকা দিয়ে চাকরি কিনেছেন কারা? খুঁজে বের করুক সিবিআই।’’ টাকা দিয়ে চাকরি পেয়ে কারা কারা বর্তমানে কাজ করছেন সেই তালিকাও তদন্তকারীদের কাছে তলব করেন বিচারপতি৷

advertisement

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় পুরসভার নাম আর পুর – আইন চেয়ে পাঠিয়েছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিক৷ এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ সিবিআইয়ের উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘‘আপনাদের তদন্তকারীরা তদন্ত নিয়ে মাথাই ঘামাচ্ছে না।’’

আরও পড়ুন:ভোট যেতেই মাথা কামিয়ে ফেললেন! অদ্ভুত ছবি শুভেন্দুর জেলায়, তুমুল শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

আগামী ২৯ অগাস্টের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে ED-CBI কে৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কুন্তল সংক্রান্ত মামলা এবং পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে এসেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে৷ সেখানেই শুনানি ছিল শুক্রবার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
kolkata high court: ‘টাকা দিয়ে চাকরি কিনে কারা কাজ করছে?’, ED-CBI এর কাছে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল