তিনি আরও বলেন, ‘‘এটা আমার এতদিন রাজনৈতিক মহল দেখে মনে হয়েছে। অনেকে একাধিক জনের বা দলের সাথে সম্পর্ক রাখেন। এটা দলের দেখা উচিৎ। সেভাবেই এগোতে হবে। কোটি কোটি উগ্র সমর্থক আমাদের। কয়েকটা মানুষ নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করছে। এদের নাম প্রয়োজনে সামনে আসবে। এরা দলের বোঝা, এরা অ্যাসেট নয়। দলের কর্মী, নেতারা সেটা জানেন।’’
advertisement
তমোঘ্ন নিয়ে প্রশ্ন উঠলে তাপস রায় বলেন, ‘‘তমোঘ্নকে দিদিমণির সামনে নিয়ে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছাত্র পরিষদের জন্য ৷ ওর বাবা তপন ঘোষ সাংসদের সচিব। কে যে কার ব্যক্তি স্বার্থে কী করেন সেটা দেখার। সকলেই সব জানে। তমোঘ্নদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেখানে শুভেন্দু-সুদীপ-কল্যাণ চৌবে গিয়েছিলেন। সবাই সব খোঁজ রাখেন। দলকে এখন দেখতে হবে, কাদের কাদের গ্রহণযোগ্যতা আছে। মানু্ষের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমি ৫১ বছর ধরে রাজনীতিতে আছি। আমি অনেক কিছুই জানি ৷ আমি কিন্তু চিনতে পেরেছি, চিহ্নিত করেছি।’’