সূত্রের খবর, টালা ট্যাঙ্কে কাজের জন্যই বন্ধ থাকবে এই জল সরবরাহ। মূলত আগের তুলনায় বড় মাপের ইলেকট্রোমেকানিক্যাল ভালভ, হাই ক্যাপাসিটির নতুন মোটর, পাম্প সারাই থেকে শুরু করে, ট্যাঙ্কের এবং জল সরবরাহকারী পাইপের লিকেজ সারাইয়ের মত গুরুত্বপূর্ণ কাজ হবে। এর ফলে উত্তর এবং মধ্য কলকাতা ও শহরতলীর বিস্তীর্ণ অংশে জল সরবরাহের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে।
advertisement
আরও পড়ুন: গজলক্ষ্মী রাজযোগে সোনায় মুড়বে ৬ রাশির কপাল, বৃহস্পতি-শুক্রের মিলনে টাকার বৃষ্টি
প্রায় শতবর্ষ প্রাচীন কলকাতার অন্যতম পুরনো জলসরবাহের ক্ষেত্র হল এই টালা ট্যাঙ্ক। লক্ষ লক্ষ শহরবাসী নির্ভর করে থাকে এই জলের উপরেই। যদিও কলকাতা কর্পোরেশন সূত্রে এর আগেই বিজ্ঞপ্তি দিয়ে এবং ঘোষণা করে গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবুও সূত্রের খবর অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে পুরসভার ছোট ছোট জল সরবরারেহের গাড়ির ব্যবস্থাও রাখা হচ্ছে।