গত বুধবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে তৃণমূলের বিধায়করা ‘আপত্তিকর শ্লোগান’ দেওয়ায় মোদি -শাহর অবমাননা হয়েছে বলে অভিযোগ করেছেন দুই বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ও শিখা চট্টোপাধ্যায়। অবিলম্বে ৬০ তৃণমূল বিধায়কের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানানো হয়েছে দুই পদ্ম বিধায়কের তরফে। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই বিজেপি বিধায়কের অভিযোগ পত্র সহ সেই ভিডিও ক্লিপিংস জনসমক্ষে আনেন।
advertisement
কয়েকদিন আগে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছিলেন, তখন বিজেপি বিধায়কেরা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে বিধানসভার স্পিকারের কাছে নালিশ জানায় শাসক শিবির।
এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। লালবাজারের তরফে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে তলবও করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়করা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবার পাল্টা বিজেপির দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসের ৬০ জন বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন।