TRENDING:

Suvendu Adhikari: মোদি-শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর শ্লোগান’! তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে থানায় গেল বিজেপি

Last Updated:

কয়েকদিন আগে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছিলেন, তখন বিজেপি বিধায়কেরা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে বিধানসভার স্পিকারের কাছে নালিশ জানায় শাসক শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূল কংগ্রেসের ৬০ জন বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির দুই বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ‘আপত্তিজনক’ শ্লোগান দেওয়ার অভিযোগ।
advertisement

গত বুধবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে তৃণমূলের বিধায়করা ‘আপত্তিকর শ্লোগান’ দেওয়ায় মোদি -শাহর অবমাননা হয়েছে বলে অভিযোগ করেছেন দুই বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ও শিখা চট্টোপাধ্যায়। অবিলম্বে ৬০ তৃণমূল বিধায়কের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানানো হয়েছে দুই পদ্ম বিধায়কের তরফে। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই বিজেপি বিধায়কের অভিযোগ পত্র সহ সেই ভিডিও ক্লিপিংস জনসমক্ষে আনেন।

advertisement

আরও পড়ুন: ‘কখনও যাব না..মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব!’, বিধানসভায় দাঁড়িয়ে হঠাৎ কেন একথা ফিরহাদের মুখে?

কয়েকদিন আগে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছিলেন, তখন বিজেপি বিধায়কেরা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে বিধানসভার স্পিকারের কাছে নালিশ জানায় শাসক শিবির।

আরও পড়ুন: ‘এত তাড়াহুড়ো কেন?..’ বিতর্কিত ন্যায় সংহিতা বিল নিয়ে কড়া পদক্ষেপ, বিধানসভায় এল প্রস্তাব

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। লালবাজারের তরফে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে তলবও করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়করা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবার পাল্টা বিজেপির দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসের ৬০ জন বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: মোদি-শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর শ্লোগান’! তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে থানায় গেল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল