TRENDING:

Suvendu Adhikari meets Narendra Modi: রাজ্যে কার্যকর হোক সিএএ, মোদির সঙ্গে দেখা করে আর্জি শুভেন্দুর

Last Updated:

প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করেও পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বাংলাতেও সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়েও প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন তিনি৷
advertisement

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুভেন্দু বলেন, 'সিএএ তো পাঁচটা রাজ্যে চালু হয়ে গিয়েছে৷ বাংলা তো আলাদা দেশ নয়, ভারতবর্ষের মধ্যেই থাকা একটা রাজ্য৷ রাজস্থানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও সিএএ-কে স্বাগত জানিয়েছেন৷ কেউ কেউ ২১৩টা আসন জিতে ভাবছেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ৷ রাজ্যের একটা প্রধানমন্ত্রী আছে৷ নিজস্ব সংবিধান আছে, টাকা ছাপানোর মেশিন আছে৷ কেউ কেউ ভাবতেই পারেন৷ আমরা যাঁরা পড়াশোন করেছি, তাঁরা তো ভাবব না৷'

advertisement

সিএএ কবে রাজ্যে কার্যকর করা হবে, তা নিয়ে নির্বাচনের আগেও যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপি-কে৷ কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্ত দিয়ে জানিয়েছিল, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এবং খ্রিস্টান শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন৷ তবে গুজরাত, রাজস্থান, হরিয়ানা, ছত্তীসগড় ও পঞ্জাবে যাঁরা আশ্রয় নিয়েছেন, তাঁরাই এই আবেদন করতে পারবেন৷ বাংলা, অসমের মতো রাজ্যের নাম এই তালিকায় ছিল না৷ তবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায়৷ এর সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র কোনও সম্পর্ক ছিল না৷

advertisement

বাংলায় সিএএ কার্যকর করা নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও বার বার সরব হয়েছেন৷ ভোট প্রচারে এ রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, করোনা অতিমারির পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সিএএ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি তৈরি করে ফেলবে কেন্দ্র৷ তার পরই আইন কার্যকর করতে আর কোনও বাধা থাকবে না৷

প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করেও পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ জানান রাজ্যের বিরোধী দলনেতা৷ শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের করার কথা জানিয়ে পরে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর লক্ষতে আটকে নেই, কোটি দর্শক দর্শন করে ফেললেন দিঘার জগন্নাথ মন্দির, চিনুন ভাগ্যবানদের
আরও দেখুন

Rajib Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari meets Narendra Modi: রাজ্যে কার্যকর হোক সিএএ, মোদির সঙ্গে দেখা করে আর্জি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল