স্কুলের ছাদে ফেটেছে বোমা। আতঙ্ক টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে। অল্পের জন্য রক্ষা পেলেন পড়ুয়া ও শিক্ষকরা। শনিবার ক্লাস চলাকালীন আচমকা বিকট শব্দ। ধোঁয়ায় ঢাকল আকাশ। বোমা ফাটে স্কুলের ছাদে। টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুল। ঘিঞ্জি এলাকায় স্কুল। প্রায় ১৩০০ পড়ুয়া। এই স্কুলের ছাদে শনিবার সকালে ঘটে বিস্ফোরণ। যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ডের ক্লাস চলছিল। কিছুক্ষণ বাদেই টিফিন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে টিটাগড়ের এই উচ্চ মাধ্যমিক স্কুল।
advertisement
আরও পড়ুন: 'আশা'য় আশা রাখছে বঙ্গ বিজেপি, প্রথম বঙ্গ সফরেই মাস্টারস্ট্রোক দিতে চান নতুন নেত্রী
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া বলেন, কীভাবে এই বিস্ফোরণ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্কুল শিক্ষার জায়গা। সেখানেই বিস্ফোরণ। কোথা থেকে এল বোমা? কেনই বা স্কুলের মধ্যে বিস্ফোরণ? তারই এখন উত্তর খুঁজছে পুলিশ। টিটাগড়ের সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পান শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তার জেরে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ছড়িয়ে পড়ে আতঙ্কও। দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের ছাদের একটি অংশ উড়েও যায়।
আরও পড়ুন: পুজোয় চুটিয়ে ঠাকুর দেখুন রাত জুড়ে, মিলবে একাধিক রুটে সরকারি বাস! এই প্রথম...
বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি বোমা স্কুলেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় ওই স্কুল। সেখানে কারা বিস্ফোরণ ঘটাল? তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের তরফে এক শিক্ষক বলেন, 'খুব জোরালো আওয়াজ হয়েছে। সেই সময় আমরা স্টাফ রুমে বসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বোমা পড়েছে। এর পর বাইরে বেরিয়ে দেখি স্কুলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর আমরা ছাদে এসে দেখি সেখানে বোমা পড়েছে'।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শনিবার রাতে বেহালায় এক অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'পুলিশি তদন্তে আস্থা নেই। তাই আমরা চাই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে এই ঘটনার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ'। গোটা বাংলা এখন বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে বলে দাবি করে শুভেন্দু বললেন,' সোমবারই আমি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখব, যাতে টিটাগড় স্কুলের বিস্ফোরণের ঘটনার তদন্তভারও দেওয়া হয় এনআইএ-কে'।