গুড় বাতাসা ,চড়াম চড়াম এখন বীরভূমের গণ্ডিতে খুবই কম শোনা যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি করে পাল্লা দিয়ে রাস্তায় নেমে পড়েছে সৌগত রায়, মদন মিত্ররা। সৌগত রায় নিদান দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে কথা বললে-' তার চামড়া দিয়ে পায়ের জুতো বানাবেন'। তারই প্রত্যুত্তরে সুকান্ত মজুমদার বলেন 'চামড়া দিয়ে যদি কেউ জুতো বানাতে আসে, তাহলে তার পায়ের মাপটা নিতে জানি।'
advertisement
আরও পড়ুন: 'আমি জানতাম দিদি আমার পাশে দাঁড়াবে', মমতার মন্তব্যে যেন প্রাণ ফিরে পেলেন 'কেষ্ট'
স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই বিজেপি পার্টি অফিসে যেরকম দলের নেতা-নেত্রী এবং সমর্থকদের ভিড় হওয়ার কথা ছিল, সেই রকম কোনও ভিড় অবশ্য চোখে পড়েনি। ৪০ থেকে ৫০ জনকে নিয়ে পতাকা উত্তোলন করেন সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সম্পাদক রাহুল সিনহা। তবে রাহুল সিনহাকে এই দিনটিতে মঞ্চ থেকে কিছু বলতে দেওয়া হয়নি।
তিনি মঞ্চে সুকান্তের পাশে বসেন এবং সুকান্তর সঙ্গে মঞ্চ থেকে নেমে যান। মোটের ওপর সুকান্ত বুঝিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেস যদি আক্রমণ করে, তিনি ও তার দল প্রস্তুত রয়েছেন। যদিও এদিন সকালে তার দলের লোকেরা খুব কম সংখ্যায় উপস্থিত ছিলেন।