সম্প্রতি, তদন্তে এই পাঁচ অভিযুক্তের একটি অডিও ভিডিও রেকর্ডিং হাতে এসেছে সিবিআইয়ের৷ সিবিআই সূত্রে দাবি, ওই অডিও ভিডিও-তে পাঁচ অভিযুক্তকে এক সাথে আলোচনা করতে দেখা যাচ্ছে, এবং দুর্নীতি নিয়েও এই আলোচনা হয়েছে৷
আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কোন পরামর্শ দিতে চলেছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জরুরি বৈঠক
advertisement
সেই অডিও-ভিডিও আদালতে জমা দিয়েছে সিবিআই৷ তদন্তের স্বার্থেই তাই এই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন গোয়েন্দারা৷ তাতেই সায় দিয়েছে আদালত৷
অন্যদিকে, ২০১৬ সালের প্যানেল বাতিল সংক্রান্ত রায়ের প্রেক্ষিতে করা রিভিউ পটিশন বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে৷ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ার মূল ত্রুটি ছিল ওএমআর শিট সংরক্ষণে এসএসসির (SSC) ব্যর্থতা। কমিশন পরীক্ষার আসল উত্তরপত্র বা অন্তত তার প্রতিলিপি (মিরর কপি) রাখেনি। এর ফলে নিয়োগের স্বচ্ছতা যাচাই অসম্ভব হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও বেআইনি কার্যকলাপকে আড়াল করার চেষ্টা তদন্তকে আরও জটিল করেছে।