এসএসসি OMR প্রকাশ, চিহ্নিত দাগিদের বেতন ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে SLP দায়ের করে মূল মামলাকারী লক্ষ্মী টুংগা। আগে এই আদালত অবমাননার মামলা খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায়, আদালত অবমাননার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই৷ সেই মামলাই এবার গ্রহণ হল সর্বোচ্চ আদালতে।
আরও পড়ুন: ফের সুপ্রিম কোর্টে বড় জয় SSC-র, ওএমআর শিট নিয়ে বিরাট সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে!
advertisement
চলতি বছর গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মুখ খুললেই পচা দুর্গন্ধ? মুখে বাজে গন্ধ কিন্তু বড় রোগের লক্ষণ! জানুন
অভিযোগ, সে দিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যা আদালত অবমাননার শামিল। ওই মর্মে গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য, নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দিয়েছেন।
অর্ণব হাজরা