১, ২ এবং ৪ তারিখ হবে অধিবেশন। মাঝে ৩ তারিখ করমপুজোর জন্য সরকারি ছুটি, বন্ধ থাকবে বিধানসভাও। SIR-এর বিরোধিতায় যেমন দিল্লিতে প্রতিবাদ সংঘটিত করছে তৃণমূল, তেমনই বিধানসভাতেও এনিয়ে প্রতিবাদ জানানো হবে এই বিশেষ অধিবেশনে।
আরও পড়ুন: নিম্নচাপের আয়ু আর কত দিন? এবার কি রেহাই দেবে বৃষ্টি…অবশেষে আশার কথা শোনাল আলিপুর
advertisement
বিধানসভায় বাঙালি হেনস্থা ইস্যুতে নিন্দা প্রস্তাব আসার সম্ভাবনা। এছাড়া, অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়েও আলোচনা হতে পারে। ১ তারিখ শোকপ্রস্তাব পেশের পরে মুলতুবি। ২ ও ৪ তারিখ আলোচনা হবে, এমনটাই পরিষদীয় দফতর সূত্রে খবর। বেশ কিছু সময় ধরে ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া অভিযোগ উঠেছে। এমনকি, বাংলাদেশে ‘পুশব্যাকের’ মতোও ঘটনা সামনে এসেছে। আর এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিযায়ী শ্রমিকদের সাহায্যে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বলা হয়েছে, ভিন রাজ্যে কাজ করা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরলে তাঁদেরকে এক বছর পর্যন্ত ৫ হাজার টাকা করে সাহায্য করা হবে। আর এই ‘বাঙালি হেনস্থা’ নিয়েই বিধানসভায় আলোচনা করতে চায় রাজ্য সরকার।
পাশাপাশি, নারীর উপর অত্যাচার নিয়ে রাজ্য সরকার যে অপরাজিতা বিল এনেছিল। তা নিয়েও আলোচনা হতে পারে। কারণ, আরজি কর কাণ্ডের পর এই বিল এনেছিল রাজ্য সরকার। তা বিধানসভায় পাশও হয়েছিল। কিন্তু রাজ্যপালের কাছে সেই বিল অনুমোদনের জন্য পাঠানো হলেও তা ফেরত পাঠানো হয়েছে। ফলে এ নিয়ে আলোচনা হতে পারে।