তিনি যাতে ফোন করে ঘটনার কথা কাউকে জানাতে না পারেন, সেই কারণেই অভিযুক্ত তিনজন তাঁর মোবাইল কেড়ে নিয়েছিল বলে দাবি করেছেন ধৃত নিরাপত্তারক্ষী৷
ঘটনার দিন রাতের শিফটে কলেজে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পিনাকী বন্দ্যোপাধ্যায়৷ তার আগে আরও একজন নিরাপত্তারক্ষী ডে শিফটে কলেজে কর্তব্যরত ছিলেন৷ পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ওই ছাত্রীকে নির্যাতনের আগে সকাল থেকে কলেজের ইউনিয়ন রুমে আরও একজন ছাত্রী ছিলেন৷ রাত সাড়ে আটটা নাগাদ সেই ছাত্রী কলেজ থেকে বেরিয়ে যান৷ সূত্রের খবর, ওই কলেজ ছাত্রীকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ৷
advertisement
সূত্রের খবর, ঘটনার দিন বিকেল চারটের পর থেকে যাঁরা কলেজে ছিলেন, সেরকম ১৭ জনের তালিকা তৈরি করেছে পুলিশ৷ তাঁদের মধ্যে দু জনকে গতকালই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ বাকিদের আজ জিজ্ঞাসাবাদ করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 10:33 AM IST