লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।
advertisement
রাতভর বৃষ্টিতে হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ না-হওয়ায় আশপাশের এলাকা থেকে আবার জলে এসে জমছে রেল লাইনে। শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে।
সারারাত অবিরাম বৃষ্টির পরও সকাল থেকে একইভাবে চলছে বৃষ্টি ৷ এরই জেরে বন্ধ ডায়মন্ড হারবার শিয়ালদহ ট্রেন চলাচল। বিপাকে নিত্যযাত্রীরা। মঙ্গলবার ভোর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেলের পক্ষ থেকে জানানো হয় টানা বৃষ্টির জেরে শিয়ালদাহ রেললাইনে জল জমে যাওয়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, নির্দিষ্ট কিছু জানানো হয়নি রেলের পক্ষ থেকে।