সূত্রের খবর, অক্টোবরের যে কোনও দিন রাজ্যে এসআইআর শুরু হতে পারে৷ আগামী বছর পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে অক্টোবরেই পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন৷ কালীপুজো এবং ছট পুজো মিটলেই সেই প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে খবর৷ কোন রাজ্যে কবে এসআইআর-এর কাজ শুরু হবে, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে৷
advertisement
সূত্রের খবর, এ দিনের বৈঠক চলাকালীন রাজ্যে এসআইআর করার সময় বিএলওদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বাংলার সিইও বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর করানোর সময় রাজ্যে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে সিইও-কে আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্যের নির্বাচন কমিশনের শূন্যপদ সংক্রান্ত কিছু বিষয়ও তুলে ধরা হয়েছে বলে খবর।
সব রাজ্যের কাছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বার্তা দিয়েছেন, কোনওভাবেই বিদেশি নাগরিকরা যাতে ভোটার তালিকায় না থাকেন সেটা সুনিশ্চিত করতে হবে? আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয়, স্রেফ পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণ করা যাবে— সে কথা সব রাজ্যের সিইও-দের ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।