TRENDING:

Shamik Bhattacharya Meets Dilip Ghosh: আর ১৫ দিন, বিজেপিতে ফের 'বড় বদল'! দিলীপের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন শমীক?

Last Updated:

এ দিন বিজেপির সল্টলেকের দফতরে দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয় শমীক ভট্টাচার্যের৷ দিলীপ ঘোষের দল বদলের জল্পনার মধ্যে যে সাক্ষাৎকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যেও তুমুল কৌতূহল তৈরি হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোষ্ঠীকোন্দল এবং আদি নব্য দ্বন্দ্বই যে বঙ্গ বিজেপি-র ঘুরে দাঁড়ানোর পথে প্রধান অন্তরায়, তা কার্যত স্বীকার করে নিলেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ এ দিন প্রাক্তন সাংসদ এবং অধুনা দলের মধ্যেই কোণঠাসা দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পরই ঐক্যবদ্ধ বিজেপি গড়ে তোলার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি৷ ১৫ দিনের মধ্যেই এই বদল চোখে পড়বে বলে দাবি করেন শমীক৷ নতুন রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের পর এ দিন দিলীপ ঘোষও পুরনো উদ্যমে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন৷
বিজেপিতে কোন বদলের ইঙ্গিত দিলেন শমীক?
বিজেপিতে কোন বদলের ইঙ্গিত দিলেন শমীক?
advertisement

এ দিন বিজেপির সল্টলেকের দফতরে দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয় শমীক ভট্টাচার্যের৷ দিলীপ ঘোষের দল বদলের জল্পনার মধ্যে যে সাক্ষাৎকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যেও তুমুল কৌতূহল তৈরি হয়েছিল৷ সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীদের দাপটে দিলীপ ক্রমেই দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে দলের অন্দরেই কান পাতলে শোনা যাচ্ছিল৷ এমন কি, নতুন রাজ্য সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানেও দিলীপকে দলের রাজ্য নেতৃত্ব আমন্ত্রণ জানায়নি বলেই অভিযোগ৷

advertisement

দলের ভিতরের দলাদলি যে বঙ্গ বিজেপি-র প্রধান সমস্যা, পুরনো কর্মীরাও যে কোণঠাসা, এ দিন দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের এই অভিযোগগুলিতে কার্যত সিলমোহর দিয়েছেন নতুন রাজ্য সভাপতি৷ শমীক ভট্টাচার্য বলেন, ‘এই সরকার পড়ে যাচ্ছে, তৃণমূল হারছে৷ মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়৷ নতুন পুরনো বলে দলে কিছু নেই, যাঁরা দুর্দিনে পার্টির জন্য কাজ করেছেন, পতাকা ধরে রেখেছেন, পার্টিকে প্রাসঙ্গিক রেখেছেন, তাঁরা সবাই বিজেপি৷ আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই৷ আমরা একটা প্রতীকেরই অনুগামী৷ আমরা সবাই বিজেপি-র কর্মী৷ ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, তার মানে এই নয় তিনি দূরে চলে গিয়েছেন৷ ১৫ দিনের মধ্যে সবাই সঙ্ঘবদ্ধ বিজেপিকে দেখতে পারবেন৷ বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে৷’

advertisement

দলের পুরনো কর্মীদের মাঠে নামাতে শমীক আরও বলেন, ‘কাউকে অন্য দলের এজেন্ট বলে দাগিয়ে দেবেন না৷ যাঁরা তৃণমূলের মধ্যে থেকেও অমৃত রস পান করেননি, ঘাম রক্ত দিয়ে তৃণমূলের জন্য দেওয়াল লিখেছেন, যাঁরা তৃণমূলের টিকিট কিনতে পারেননি, তাঁদেরও সঙ্গে নিন৷ আগে পশ্চিমবঙ্গকে বাঁচান৷ এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন, জাতীয়তাবাদী, প্রগতিশীল মুসলিমদের জন্য শেষ নির্বাচন৷ তৃণমূল ফিরে এলে পশ্চিমবঙ্গ বিধানসভার ডিজাইন জম্মু কাশ্মীর বিধানসভার মতো হয়ে যাবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

নতুন রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের পর দিলীপের গলাতেও পুরনো মেজাজ শোনা গিয়েছে৷ ২০২১ সালের আগে তাঁর নেতৃত্বে যে বিজেপিকে পশ্চিমবঙ্গে দেখা গিয়েছিল, দলের সেই মেজাজ ফেরানোর ডাক দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি৷ শমীকের নেতৃত্বে বিজেপির সর্বস্তরের কর্মী, সমর্থকরা মিলে ২০২৬ সালে নবান্ন দখল করবে বলেও হুঙ্কার দিয়েছেন দিলীপ৷ একই সঙ্গে তাঁর দল বদলের জল্পনাতেও কার্যত ইতি টেনেছেন প্রাক্তন সাংসদ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Shamik Bhattacharya Meets Dilip Ghosh: আর ১৫ দিন, বিজেপিতে ফের 'বড় বদল'! দিলীপের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন শমীক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল