TRENDING:

Vistara Flight Turbulence: আকাশে ঝঞ্জা, বিমানে প্রচণ্ড ঝাঁকুনি! প্রবল আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছে যাত্রীদের

Last Updated:

কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁওয়ার আগেই কলকাতায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। বিমান ঝড়ের কবলে পড়াতেই প্রচণ্ড ঝাঁকুনিতে নাজেহাল অবস্থা হয় যাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার মাটি ছোঁওয়ার ঠিক আগে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে মুম্বই থেকে কলকাতাগামী ভিস্তারার একটি বিমান, প্রবল ঝাঁকুনি, পর পর কয়েক বার। আর তার জেরেই জখম হন আট যাত্রী। এরমধ্যে তিন জনের আঘাত গুরুতর। তাঁদের ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে।
advertisement

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, সোমবার বিকেলে ভিস্তারার একটি উড়ান মুম্বই থেকে কলকাতা আসছিল। কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁওয়ার আগেই কলকাতায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। বিমান ঝড়ের কবলে পড়াতেই প্রচণ্ড ঝাঁকুনিতে নাজেহাল অবস্থা হয় যাত্রীদের। অনেকেই ছিটকে এ-দিক ও-দিক চলে যান। জখমও হন কয়েক জন। কিছুক্ষণ পরে অবশ্য নিরাপদেই কলকাতার মাটি ছোঁয় বিমানটি। তবে প্রবল ঝাঁকুনিতে জখম হন অন্তত পাঁচ জন। এর মধ্যে সুদীপ রায় (৩৬), অনিতা অগরওয়াল (৬১) এবং তিমির বরণ দাসের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও জখম হন আরও দু'জন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকেই মাথায় আঘাত পেয়েছেন। এর মধ্যে দু'জনের মাথা ফেটেও গিয়েছে। ভিস্তারার ওই উড়ানটির কলকাতায় নামার কথা ছিল বিকেল ৪টে ২২ মিনিটে ৷ আর আকাশে ঘটনাটি ঘটেছে বিকেল ৪টে থেকে ৪টে ৫ মিনিটের মধ্যে ৷

advertisement

প্রাথমিক তদন্তে অনুমান, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলেই বিমানটি মাটি ছোঁওয়ার আগে বেশ কয়েকবার ঝাঁকুনি হয়। আর তাতেই এই বিপত্তি বাধে। দুর্ঘটনার সময়ে বিমানটি প্রায় ৭০ নটিকাল মাইল দূরে ছিল। তবে বিমানবন্দরের এক কর্তা বলেন, "প্রাথমিক ভাবে খারাপ আবহাওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা বিমানবন্দরের এটিসি ওই সময়ে কী সঙ্কেত দিয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।  ল্যান্ডিংয়ের ঠিক আগে বিমানের গতিবেগ ঠিক ছিল কি না, অভিমুখই বা কোন দিকে ছিল, দেখা হচ্ছে তা-ও।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

শালিনী দত্ত

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vistara Flight Turbulence: আকাশে ঝঞ্জা, বিমানে প্রচণ্ড ঝাঁকুনি! প্রবল আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছে যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল