সংগঠনের দাবি, দ্রুত স্কুলগুলিতে স্যানিটাইজেশন করা হোক। যাতে স্কুল দ্রুত খোলার ব্যবস্থা করা যায়। একই সাথে তাদের বক্তব্য, স্কুল বাসগুলিকেও স্যানিটাইজ করা হোক। সংগঠন অবশ্য জানাচ্ছে, বাসে শারীরিক দুরত্ব বজায় রেখেই বসানোর ব্যবস্থা করানো হবে। তার জন্যে প্রয়োজনীয় বাসের সংখ্যা বাড়ানো হবে। সেই বিষয়ে অভিভাবক ও স্কুলগুলির সাথে তারা কথা বলে নেবেন। এর পাশাপাশি প্রধান দাবি, যতদিন না স্কুল খুলছে ততদিন স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বাস ফি বাবদ মাসিক শতকরা ৫০% টাকা যেন দেওয়া হয়। সেই টাকা না পেলে স্থায়ী কর্মচারীদের বেতন-সহ বাকি টাকা মেটানো যাচ্ছে না।
advertisement
গত ৮ মাস ধরে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এছাড়া দাবি জানানো হয়েছে, বাস ও মিনিবাসের মতো, আগামী ৬ মাসের কর বা রোড ট্যাক্স মকুব করে দেওয়া হোক। অনেকেই টাকার অভাবে রোড ট্যাক্স দিয়ে উঠতে পারেনি। ফলে তাদেরকে ফাইন গুনতে হচ্ছে প্রতিদিন। এছাড়া অনেকেই সিএফ ও পারমিট ফাইন দিয়ে উঠতে পারেননি। সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী জুন মাস পর্যন্ত এটা পিছিয়ে দিলে সুবিধা হবে। গত কয়েক মাস ধরে তারা অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের কাছে টাকা দেওয়ার জন্যে আবেদন করেছেন কিন্তু কোনও ফল মেলেনি। তাই এবার রাস্তায় নেমে তারা তাদের দাবি জানালেন। এদিন প্রায় ১৫ হাজার সদস্য রাস্তায় নেমেছিলেন। ডিসেম্বর মাস থেকে স্কুল চালু নিয়ে তারা যদিও আশাবাদী। কর মকুব চেয়ে আবেদন জানিয়েছেন পরিবহণ দফতরেও।
Abir Ghoshal