TRENDING:

Sanatan Dinda: 'শিড়দাঁড়া সোজা করে বাঁচব বলে...'রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিন্দার

Last Updated:

২০১১ সাল থেকে রাজ্য চারুকলা পর্ষদের সদস্য সনাতন। নিজের পোস্টে আরজি করের নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়াকে ‘বোন’ হিসেবে উল্লেখ করে‌ছেন শিল্পী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবার রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শিল্পী সনাতন দিন্দা। নিজের ফেসবুকের পাতায় সনাতন লেখেন, ‘‘আমি সনাতন দিন্ডা । পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা , মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা , বোন নিহত ‘ তিলোত্তমা’দিন্ডা । আদি নীবাস ‘কুমারটুলী’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব। দীর্ঘ দিন ‘রাজ্য চারু কলা পর্ষদের ‘কার্যকারী সদস্য ছিলাম । দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না । তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম ।’’ (বানান ও বাক্য অপরিবর্তিত)
Sanatan Dinda
Sanatan Dinda
advertisement

২০১১ সাল থেকে রাজ্য চারুকলা পর্ষদের সদস্য সনাতন। নিজের পোস্টে আরজি করের নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়াকে ‘বোন’ হিসেবে উল্লেখ করে‌ছেন শিল্পী। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” আমার ‘রক্তের সম্পর্কের বোন’ ধর্ষিতা হয়ে খুন, আমি এর বিচার চাই। আমার ‘বোন’-এরা কাঁদছে, ‘মা’-এরা কাঁদছে! অথচ, চারুকলা পর্ষদের সদস্যরা নিশ্চুপ। নীরব। তাঁদের কোনও প্রতিবাদ নেই!  তাঁদের নীরবতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা কী শাস্তিতে বাড়িতে মুখ কুলুপ এঁটে বসে আছেন। কিন্তু আমি পারছি না। আমার ‘বোন’ আজ মৃত, আমার গায়ে আঁচ লেগেছে। ১৪ তারিখ থেকে আমি রাস্তায়। যত দিন না বিচার পাব, স্বাভাবিক জীবনে ফিরব না।” সবশেষে সনাতনের কথায়, ” আমি নিজের শিঁড়দাড়া সোজা করে যাতে বাঁচতে পারি, তাই চারুকলা পর্ষদের সদস্যদের সঙ্গ ত্যাগ করলাম।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

উল্লেখ্য, প্রাবন্ধিক ও লেখক আশিস লাহিড়ী বুধবার ‘বিদ্যাসাগর পুরস্কার’ ফিরিয়ে দিতে চেয়ে রাজ্যের সচিবকে চিঠি দিয়েছেন। একই পথে হেঁটেছেন প্রাবন্ধিক তথা কবি শঙ্খ ঘোষের ভাই অভ্র ঘোষও। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের জেরে সরকারি পুরস্কার ফিরিয়ে দেন নাট্যকার চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায়, এবং অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sanatan Dinda: 'শিড়দাঁড়া সোজা করে বাঁচব বলে...'রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিন্দার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল