ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসাবেও নাম উঠে এসেছে ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ আরজি করের আন্দোলনকারীদের একাংশের। আরজিকরের অভিযুক্ত ৫১ জন অভিযুক্তকে তদন্তের আওতায় আনা হলো। আরজি কর হাসপতালে/কলেজ ক্যাম্পাস/ইনস্টিউশান ক্যাম্পাস প্রবেশে রেস্ট্রিকশন করা হলো।যাদের বিরুদ্ধে অনেকের অভিযোগ ছিল। ২০০-৩০০ জন স্টুডেন্টের স্বাক্ষর করা অভিযোগ জমা পড়েছে।
advertisement
আরও পড়ুনঃ গেট থেকে গ্রেফতার ১৪ সিপিআইএম কর্মী! লাল ব্রিগেডের লালবাজার অভিযান ঘিরে তুমুল উত্তেজনা
আন্দোলনকারীদের দাবি, এই ৫১ জন সন্দীপ ঘোষের হয়ে আরজি করে থ্রেট কালচার তৈরি করেছিলেন। দাবির প্রেক্ষিতে ৫১ জনকে বুধবার তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল, বুধবার কলেজের তদন্তকারী কমিটির সামনে এদের প্রত্যেককে হাজির হওয়ার নির্দেশ। এদের মধ্যে পিজিটি, হাউস স্টাফ, ইন্টার্ন, এমবিবিএস এর ছাত্রছাত্রীরা ও রয়েছে। এরা প্রত্যেকেই উত্তরবঙ্গ লবি এবং রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ।