শিয়ালদহ কোর্টে আবেদন করতে চলেছে সিবিআই। বৃহস্পতিবারই গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে। সিবিআই সূত্রে খবর, যে চার জন পড়ুয়া ডাক্তার ৮ অগাস্ট রাতে নির্যাতিতা ডাক্তারের সঙ্গে ডিনার করেছিলেন তাঁদের গোপন জবানবন্দি নিতে চায় সিবিআইয়ের গোয়েন্দারা।
advertisement
জানা যাচ্ছে, যে চার জন সেই রাতে ছিলেন তাঁদের মধ্যে একজন হাউজস্টাফ আর বাকি তিন জন চিকিৎসক। তাঁদের আগে লালবাজারে ডেকেছিল কলকাতা পুলিশ। ঘটনার পর পরই সেদিন রাতে নির্যাতিতা ও তাঁদের ঠিক কী কথা হয়েছিল, কোনও রকমে অস্বাভাবিকত্ব সেদিন রাতে তাঁরা দেখেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়েছিল। এবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই চার জনেরই গোপন জবানবন্দি নিতে চায়।
ইতিমধ্যেই তদন্তকারীরা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ধৃত সঞ্জয় রাইকে জেরা করে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কিন্তু দাবি উঠতে শুরু করেছে, আরজি কর হাসপাতালে নির্যাতিতাতে ধর্ষণ ও খুনে এক জন নয়, একাধিক জন জড়িত।
অর্পিতা হাজরা