শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে দেওয়া হল ৫৫০টি ব্যাগ। সেই ব্যাগে আছে রান্না করার বিভিন্ন সামগ্রী। একটি ব্যাগে আছে-
চাল- ১০ কেজি, ডাল- ১ কেজি, চিনি- ১ কেজি, রান্নার তেল- ১ লিটার , সোয়াবিন- ১ কেজি, গুড়ো হলুদ- ১০০ গ্রাম ৷ একটি ব্যাগের মধ্যেই থাকবে এতকিছু রান্নার সামগ্রী।
শনিবারের পরে সপ্তাহের শুরুতে ফের আরও সামগ্রী একইভাবে পাঠানো হবে। এইভাবে প্রায় ১০ হাজারটি ব্যাগ দেওয়া হবে। এই ব্যাগগুলো মূলত কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবে। বর্তমানে চেতলার একটি স্কুলে এই ব্যাগগুলো রাখা হলেও কিছুদিনের মধ্যে পৌছে যাবে গরীব -দুঃস্থদের হাতে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 04, 2020 8:00 PM IST
