এই বাড়তি ১৫ দিনের সময়ের মধ্যেই প্রাইম মেম্বারশিপ নিলে মাসিক মাত্র ৩০৩ টাকায় জিওর দুর্দান্ত অফারগুলি ভোগ করতে পারবেন গ্রাহকরা ৷ অফার অবশ্য এখানেই শেষ হচ্ছে না ৷ জিও গ্রাহকদের জন্য কমপ্লিমেন্টারি একটি অফারও দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ সেটা হল ১৫ এপ্রিলের আগে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
সংস্থার রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই ৭২ মিলিয়ন জিও গ্রাহক প্রাইম মেম্বারশিপ নিয়ে ফেলেছেন ৷ রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন জানান, ‘‘ যে সমস্ত গ্রাহকরা ৩১ মার্চের মধ্যে ৯৯ টাকার বিনিময়ে জিও প্রাইম নিতে পারেননি ৷ তাঁরা ১৫ এপ্রিলের মধ্যে জিও প্রাইম মেম্বরশিপ নেওয়ার পাশাপাশি ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে জিও পরিষেবা পাবেন ৷ এর ফলে গ্রাহকরা স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে ৷ এবং ফ্রি অফার থেকে প্রাইম মেম্বর হতে আরও বেশ কিছুদিন সময়েও পেয়ে যাবেন ৷ ’’