TRENDING:

Sealdah: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর...! আর দাঁড়াতে হবে না টিকিট কাউন্টারে, বিরাট উদ্যোগ শিয়ালদহ রেল ডিভিশনে

Last Updated:

Sealdah: যাত্রী সেবার মানোন্নয়ন এবং টিকিটবিহীন যাত্রার প্রবণতা রোধ করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এক অভিনব উদ্যোগ হিসেবে মোবাইল ইউটিএস (আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) চালু করেছে শিয়ালদহ স্টেশনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাত্রী সেবার মানোন্নয়ন এবং টিকিটবিহীন যাত্রার প্রবণতা রোধ করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এক অভিনব উদ্যোগ হিসেবে মোবাইল ইউটিএস (আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) চালু করেছে শিয়ালদহ স্টেশনে। শ্রী জসরাম মীনা, সিনিয়র ডিসিএম/শিয়ালদহ, শ্রী রাজীব সাক্সেনা, ডিআরএম/শিয়ালদহ-এর নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এই প্রযুক্তিনির্ভর সেবার দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে।এই উদ্যোগের মূল লক্ষ্য হল যাত্রীদের জন্য টিকিট কাটা আরও সহজ ও সুবিধাজনক করে তোলা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্বিঘ্ন ও দ্রুত সেবা প্রদান করা।
* টিকিট কাটার ঝক্কি কমছে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে
* টিকিট কাটার ঝক্কি কমছে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে
advertisement

মোবাইল ইউটিএস মেশিনের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা জেনে নিন

সুবিধাজনক স্থানে স্থাপিত এই মোবাইল ইউটিএস মেশিনগুলির মাধ্যমে যাত্রীদের, বিশেষত প্রবীণ নাগরিক, অসুস্থ, মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের, আর টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।

এই মেশিনগুলো টিকিটিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করায় রেলকর্মীদের উপর চাপ কমে এবং নিরাপত্তা ও সময়নিষ্ঠতা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে তাদের নিযুক্ত করা সম্ভব হচ্ছে।

advertisement

এই মেশিনগুলো যেকোনও প্রয়োজনে সহজে স্থানান্তরযোগ্য হওয়ায় বেশি ভিড় হয় এমন জায়গায় সহজেই মোতায়েন করা যায়।

অতিরিক্ত টিকিটিং পয়েন্ট হিসেবে কাজ করে যাত্রীদের সমভাবে বিতরণে সাহায্য করে।

আরও পড়ুন-পায়ের দ্বিতীয় আঙুলটি কি বুড়ো আঙুলের থেকে অনেকটা বড়? কেমন হয় এদের স্বভাব? পা দেখেই জেনে নিন চরিত্রের গোপন দিকটি

advertisement

বিকেন্দ্রীকৃত টিকিটিং ব্যবস্থার ফলে দ্রুত সেবা প্রদান সম্ভব হয়, যার ফলে যাত্রীরা অপেক্ষা না করেই দ্রুত টিকিট সংগ্রহ করতে পারছেন।

শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে এটি যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করছে।

আরও পড়ুন-প্রবল ঝড়-তুফান…! ৭০ কিমি বেগে বজ্রঝড়, কাঁপিয়ে আসছে ভারী বৃষ্টি রাজ্যে রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়াও, মোবাইল ইউটিএস মেশিনগুলো রিয়েল-টাইমে টিকিট বিক্রির তথ্য সরবরাহ করে, যা যাত্রী চলাচল বিশ্লেষণে ও পরিষেবা পরিকল্পনায় সাহায্য করে। রেলকর্মীদের মাধ্যমে এই সেবা স্টেশন প্রাঙ্গণে দেওয়া হচ্ছে এবং যাত্রীদের এই সুবিধা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এই নতুন উদ্যোগ ইতিমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে। গত তিন দিনে মোট ৯৫২ জন যাত্রী মোবাইল ইউটিএস পরিষেবা ব্যবহার করেছেন এবং ২৬,৩০৫ টাকা সংগৃহীত হয়েছে। এই তথ্য থেকে পরিষ্কার যে যাত্রীদের কাছে এই সেবা কার্যকর ও সুবিধাজনক হিসেবে বিবেচিত হয়েছে। শ্রী রাজীব সাক্সেনা, ডিআরএম/শিয়ালদহ বলেন, ‘প্রযুক্তিনির্ভর এই অগ্রগামী পদক্ষেপ শিয়ালদহ বিভাগের যাত্রীবান্ধব ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে একটি আরও আরামদায়ক ও কার্যকর যাত্রাপথ নিশ্চিত করা সম্ভব হবে।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর...! আর দাঁড়াতে হবে না টিকিট কাউন্টারে, বিরাট উদ্যোগ শিয়ালদহ রেল ডিভিশনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল