মূলত উচ্চশিক্ষা প্রতিষ্টানগুলিতেই বৃত্তীয় স্বাক্ষরতা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে আগামী কাল ৷ ইউজিসি-র তরফে দেশব্যাপী সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ৷ অন্যান্য রাজ্যের ন্যায় এ রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকতে বলা হয় ৷ কিন্তু আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেন্দ্রের এই ধরণের কর্মসূচিতে কোনও অধ্যক্ষ যোগ দেবেন না। ইউজিসি-র ওপরেই নির্ভর করে বিশ্ববিদ্যালয়গুলির অনুদান ও স্বীকৃতি ৷ সেক্ষেত্রে রাজ্যের তরফে এ হেন সিদ্ধান্ত আগামী দিনে বিশ্ববিদ্যালয়গুলিকে কোনও সমস্যায় ফেলবে কিনা এই আশঙ্কাই করছেন উপাচার্যদের একাংশ ৷
advertisement
অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটি গড়া হল ৷ সার্চ কমিটিতে ৩ সদস্য ৷ UGC-র চেয়ারম্যান বেদপ্রকাশের নেতৃত্বে কমিটি গড়া হয়েছে ৷ থাকছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ আছেন কাল্টিভেশন অফ সায়েন্সের অধ্যাপক, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ রাজ্যের আস্থা সুরঞ্জন দাসের উপর ৷ CU-র স্থায়ী উপাচার্য খোঁজার সার্চ কমিটিতে সরকারের প্রতিনিধি সুরঞ্জন দাস ৷ এখন JU-র উপাচার্য সুরঞ্জন ছিলেন CU-র উপাচার্য ৷