কলকাতা: নোটবন্দিতে বদল ‘দুর্নীতি’র টাকা! নোটবন্দির প্রভাব প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাতেও! তদন্তে নেমে পাওয়া তথ্য এমনই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি কর্তারা৷
advertisement
জানা গিয়েছে, নোটবন্দির সময় কালে একদিনে কয়েক লক্ষ টাকা জমা পড়েছিল সদ্য গ্রেফতার হওয়া রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর স্ত্রীর নামে থাকা যৌথ অ্যাকাউন্টে৷ ইডি-র দেওয়া ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর একদিনে ৭ লক্ষ টাকা নগদ জমা পড়েছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে, যা চন্দ্র ও তার স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট৷
আরও পড়ুন: ২০২২ থেকে ২০২৫! গ্রেফতার, তদন্ত, মামলা..এবার শুরু পার্থ চট্টোপাধ্যায়ের বিচারপ্রক্রিয়া, তালিকায় মোট ৮
সাড়ে তিন লক্ষ, পঞ্চাশ হাজার ও তিন লক্ষ টাকা৷ এই ভাবে তিন বারে একই দিনে জমা পড়েছে টাকা৷ ইডি চার্জশিটে সন্দেহপ্রকাশ করে উল্লেখ করেছে, তারা মনে করছে নিয়োগ দুর্নীতির নেওয়া নগদ টাকা নোটবন্দির জেরে পুরোনো নোট বাতিল হওয়ার কারণে তা ব্যাঙ্কে জমা দিয়েছিলেন চন্দ্রনাথ৷
তাঁর স্ত্রীয়ের নামে জমা দেওয়া আয়করের নথিতে উল্লেখ রয়েছে এই টাকা জমা দেওয়ার তথ্য্য৷ ২০১৪ সালের প্রাথমিক টেটের জন্য ২০১৫ থেকে নিয়োগের নামে টাকা তোলা হয়েছিল, ২০১৬ থেকে তা বড় আকার ন্যায়। একাধিক এজেন্ট সাব এজেন্ট রেখে চলতে থাকে চক্র। যে চক্রে জড়িত চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির৷
ইডির দাবি, ওই অ্যাকাউন্টে ২০১৬ সালের জানুয়ারি মাসের পর হঠাৎ ডিসেম্বর মাসের ২৭ তারিখ সাত লক্ষ টাকা জমা পড়েছে, যা সন্দেহজনক৷