TRENDING:

‘রাজনৈতিক প্রতিষ্ঠান আন্দোলনকে অনুপ্রাণিত করেছে’, আন্দোলন নিয়ে সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি

Last Updated:

ফলত বলা চলে, আন্দোনলকারীদে দাবি কার্যত উড়িয়ে দিলেন পর্ষদ সভাপতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করণাময়ীর উত্তাল বিক্ষোভের মধ্যেই সাংবাদিক বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ তিনি সাংবাদিক বৈঠক করে এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন তিনি৷ তিনি সাংবাদিক বৈঠকে বলে, ‘‘গতকাল থেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা একটি মঞ্চ করেছে৷ তারা আমার কাছে দাবি সনদ প্রকাশ করেছে৷ আমরা চারজনের সঙ্গে কথা বলেছি৷’’ এর পরেই পর্ষদের বিষয়ে অবস্থান স্পষ্ট করেন গৌতম পাল৷
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আরও পড়ুন: ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ

আরও পড়ুন: বিপর্যয়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন মমতা, অভিভাবক স্নেহে শিশুকে নিলেন কোলে

তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘১১ হাজারের বেশি কিছু পদে আমরা বিজ্ঞাপন দিয়েছিল৷ তাতে তাঁরা অংশগ্রহণ করবেন না বলেছেন৷ মুখ্যমন্ত্রীর সম্মনিতেত ২০২ সালে ১৬ হাজার নতুন পদ তৈরি হয়৷ ২০২১ সালে ১৬ হাজার ৫০০ জনের জন্য ২৯ হাজার ৬৬৫ জন আবেদন করেন৷ এর মধ্যে ১৩ হাজার ৫৬৪ জনকে নিয়োগ করা হয়৷ ১৬ হাজার ১০১ জন রয়েছেন, যাঁরা টেট উত্তীর্ণ৷ ২০১৭ সালে যাঁরা পাশ করেছেন, তাঁরা টেট উত্তীর্ণ ও তাঁরা চাকরির দাবিদার৷ আজকে যাঁরা নট ইনক্ল্যুডেট, তাঁরা দু’বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ সুযোগ পেয়েছে৷ বাকিরা কিন্তু সুযোগ পাননি৷ নিয়ম অনুসারে তাঁরা ২০১৪ সালের ও ২০১৭ সালের বয়স অনুসারে আবেদন করতে পারবেন৷’’

advertisement

এর পরেই আন্দোলন নিয়ে মতপ্রকাশ করেন গৌতম পাল, ‘‘যাঁরা আন্দোলন করছেন, তাঁদের বলছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে কাজ করবে৷ আন্দোলনকারীদের বলছি, আপনারা পদ্ধতির মধ্যে আসুন৷ প্রতিবছর নিয়োগ হলে সবাই চাকরি পাবে৷ রাজনৈতিক প্রতিষ্ঠান এই আন্দোলনকে অনুপ্রাণিত করছে৷ আমরা বলেছি, ইন্টারভিউ অন ক্যামেরা ভিডিওগ্রাফি হবে৷ আগে ইন্টারনেটে প্যানেল দিয়ে দেব৷ সেখানে ক্যাটাগরি অনুসারে তথ্য দেওয়া হবে৷’’

advertisement

তিনি বলেন, ‘‘আমি বলছি, আগামী দিনে এমন রাস্তায় বসে থাকতে হবে না৷ আমরা আগামী বছর আরও অনেক পোস্ট পাব, কোনও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে বসে থাকতে হবে না৷ তবে এখন, যাঁরা রাস্তায় বসে আন্দোলন করছেন, তাঁদের দাবি অন্যায্য৷ এঁদের সবাইকে বোর্ডের নিয়োগ পদ্ধতিতে আসতে হবে৷ ইন্টারভিউ দিতে হবে৷ আর যাঁদের বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের নিয়ে আলোচনা করতে হবে৷’’ ফলত বলা চলে, আন্দোনলকারীদে দাবি কার্যত উড়িয়ে দিলেন পর্ষদ সভাপতি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একাদশ শ্রেণির ছাত্রী কাঁপিয়ে দিচ্ছে বড় বড় মঞ্চ! মোনালির কণ্ঠে মুগ্ধ গোটা এলাকা
আরও দেখুন

শঙ্কু সাঁতরা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘রাজনৈতিক প্রতিষ্ঠান আন্দোলনকে অনুপ্রাণিত করেছে’, আন্দোলন নিয়ে সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল