কলকাতা
মুম্বইতে আগেই একশো ছুঁয়েছে পেট্রোলের দাম। এবার তার সঙ্গে পাল্লা দিচ্ছে শহর কলকাতায়। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৬ পয়সা। এদিকে, ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। প্রতি লিটারে এই দাম বৃদ্ধি পাওয়ায় আজ পেট্রোলের দাম এক লিটারে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলেক দাম ১ লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা। যে ভাবে ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি করছে, তার প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছে বাস মালিক সংগঠনগুলি। সংগঠনের দাবি তিন বছর হতে চলল, দুর্ভাগ্যবশত আজ অবধি একই ভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। গত বছরের মার্চ মাসে কোভিড ১৯ নিয়ে চালু হয় লকডাউন। তখন থেকে আজ অবধি বেসরকারি বাস ঠিক মতো চলাচল করছে না।
advertisement
মুম্বই
মুম্বইতে ১ লিটারে পেট্রোলের দাম ১০১.২৫ টাকা। ডিজেলের দাম ৯৩.৩০ টাকা। এর আগে শনিবার পেট্রোলের দাম মায়ানগরীতে ছিল ১০০.৯৮ টাকা, ডিজেলের দাম ৯২.৯৯ টাকা।
দিল্লি
দিল্লিতে পেট্রোলের দাম ৯৫.০৩ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৮৫.৯৫ টাকা প্রতি লিটারে দাঁড়িয়েছে। দিল্লিতে শনিবার পেট্রোলের দাম ছিল ৯৪.৭৬ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম ছিল ৮৫.৬৬ টাকা। প্রসঙ্গত, পেট্রোলের দাম দিল্লিতে শনিবার ২৭ পয়সা বাড়ে। অন্যদিকে ডিজেলের দাম ২৮ পয়সা বাড়ে শনিবার।
পেট্রোল, ডিজেলের দাম প্রসঙ্গত , প্রতিদিন সকাল ৬ টায় সেদিনের পেট্রোল ডিজেলের দামের নয়া চার্ট প্রকাশ্যে আনা হয়। দামের সঙ্গে শুল্ক ডিলারের কমিশন সংযুক্ত হয়। এসব যুক্ত করতেই দাম হু হু করে বেড়ে যায়। প্রসঙ্গত, স্থানীয় কর ও পরিবহন খরচ ধরে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন হয়। ভোপালে পেট্রোলের দাম ১০৩.১৭ টাকা, ডিজেলের দাম ১০৩.৯৮ টাকা, জয়পুরে পেট্রোলের দাম ১০১.৩০ টাকা দাঁড়িয়েছে।
9224992249 নম্বরে RSP
