TRENDING:

Petrol Diesel Price : কলকাতায় ফের সেঞ্চুরির কোঠায় পেট্রোল, ডিজেল! দেশে জ্বালানির দর কোথায়, কত?

Last Updated:

রবিবারের রেট বলছে আবারও কলকাতা শহরে সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। বেশ কিছুদিন যাবৎ ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে দেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

কলকাতা :

কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৮ পয়সা বেড়েছে। শহরে ডিজেলের দামও ২৮ পয়সা বেড়েছে লিটারে। ফলে কলকাতায় এদিন পেট্রোলের দাম ৯৭ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম ৯০ চাকা ৮২ পয়সা।

দিল্লি :

দিল্লিতে এদিন ১ লিটারে পেট্রোলের দাম ৯৭.২২ টাকা। ডিজেলের দাম ১ লিটারে ৮৭.৯৭ টাকা। রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮০৯ টাকা।

advertisement

মুম্বই :

মায়ানগরী মুম্বইতে ১০০ এর ঘরে দৌড়চ্ছে পেট্রোলের দাম। মুম্বইতে পেট্রোলের দাম এদিন লিটার প্রতি ১০৩.৩৬ টাকা হয়েছে। ডিজেলের দাম ৯৫.৪৪ টাকা। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারে ৮০৯ টাকা। এদিকে, ভোপালে পেট্রোল লিটার প্রতি ১০৫.৪৩ টাকা, ডিজেল ৯৬.৬৫ টাকা।

চেন্নাই :

দক্ষিণের এই মেট্রো শহরে ১ লিটার পেট্রোলের দাম ৯৮.৪০ টাকা। ডিজেলের দাম ৯২.৫৮ টাকা প্রতি লিটারে। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজি সিলিন্ডারে দাঁড়িয়েছে ৮২৫ টাকা।

advertisement

বেঙ্গালুরু :

অন্যদিকে কর্ণাটকের বেঙ্গালুরুতে রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারের হিসাবে ৮১২ টাকা। পেট্রোলের দাম এই শহরে ১০০.৪৭ টাকা। ডিজেলের দাম ১ লিটারে ৯৩.২৬ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে দেশে ক্রমাগত পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ সংস্থাগুলি পড়েছে বেজায় সমস্যায়। একদিকে করোনা পরিস্থিতিতে ভাড়া বাড়ানোয় অনুমোদন দিচ্ছে না রাজ্য সরকারগুলি। অন্যদিকে তাঁদেরও চালানো দুস্কর হয়ে উঠছে সরকারি ও বেসরকারি পরিষেবা। স্বভাবতই ভাড়া বৃদ্ধির দাবি তুলছেন বাস মালিকরা। রাজ্যেও বেসরকারি বাস সংঘটনগুলি এই দাবিতে সরব হয়েছেন বার বার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Petrol Diesel Price : কলকাতায় ফের সেঞ্চুরির কোঠায় পেট্রোল, ডিজেল! দেশে জ্বালানির দর কোথায়, কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল