রাজ্যে পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন ৷ বর্তমানে সন্তান জন্মের পর ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পান নতুন বাবারা ৷ সেই ছুটির মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৪৫ দিন করার প্রস্তাব দিয়েছে কর্মচারী সংগঠন৷
একইসঙ্গে সংগঠনের প্রস্তাব, কোনও সরকারি কর্মচারীর কর্মস্থল যদি বাড়ির থেকে অনেক দূরে হয় অর্থাৎ কাজের জন্য তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে তাঁর স্ত্রীর কাছে যে আত্মীয় থাকেন বা থাকবেন তিনি সরকারি কর্মচারী হলে তাঁকেও ছুটি দেওয়া হোক ৷ স্ত্রী ছাড়াও বোন, দিদি বা মেয়ে গর্ভাবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল হন, সেক্ষেত্রেও উপযুক্ত কারণ দেখিয়ে এই ছুটির আর্জি মঞ্জুর করারও প্রস্তাব রেখেছে কর্মীদের সংগঠন৷
advertisement
আরও পড়ুন
বদলে যাচ্ছে রাজধানী, শতাব্দী দুরন্ত এক্সপ্রেসের মেনু, কমানো হচ্ছে খাবারের পরিমাণও
পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধির যাবতীয় প্রস্তাব নিয়ে অর্থ দফতরের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে সরকারি কর্মী সংগঠন৷ নবান্ন সূত্রে খবর, এই প্রস্তাবকে শীঘ্রই মান্যতা দিতে পারে সরকার ৷