জানা যায়, গায়ক অরিজিৎ সিং, অভিনেত্রী মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কার্তিক মহারাজ, সজ্জন ভজঙ্ক (ব্যবসায়ী) পবন গোয়েঙ্কা (ব্যবসায়ী), বিনায়ক লোহানি, নগেন্দ্র নাথ রায় (সাহিত্য) এবং গোকুল চন্দ্র দাসের নাম রয়েছে এই তালিকায়! এই নাম প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই বাংলার গর্ব বেড়ে গেল কয়েকগুণ! এবছরের পদ্মশ্রী তালিকায় রয়েছে আরও চমক!
advertisement
আরও পড়ুন: বৃদ্ধ দাদুকে জুতোপেটা করল নাতনি! সামনে এল বড় ঘটনা! ভাইরাল ভিডিও চমকে দেবে
জানা যায়, এ বছর ব্রাজিলের আধ্যাত্মিক গুরু তথা বেদান্ত দার্শনিক জোনাস ম্যাসেত্তি এ বার পদ্মশ্রী পেতে চলেছেন। তাঁর পাশাপাশি এই সন্মানে সম্মানিত হবেন ট্র্যাভেল ব্লগার দম্পতি হিউ এবং কলিন গ্যান্টজার। ভারতীয় প্রাচীন ঐতিহ্য নিয়ে লেখালেখি করেন তাঁরা। এছাড়াও আধ্যাত্মিক সঙ্গীতের গায়ক ভেরু সিং চৌহান, সাংবাদিক ভীম সিং ভবেশ, ঔপন্যাসিক জগদীশ যোশিলা, সার্ভিক্যাল ক্যানসার বিশেষজ্ঞ নীরজ ভাটলা, কুয়েতের যোগ বিশেষজ্ঞ এ জে এ আই সাবা-ও আছেন এই পদ্মশ্রী প্রাপকদের তালিকায়।