কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ‘মণ্ডপে সেলফি তুললেই বাজেয়াপ্ত করা হবে ফোন ৷ এর মূল কারণ হচ্ছে বড় বড় পুজো প্যাণ্ডেলে প্রচন্ড ভিড়ের মধ্যে সেলফি তুলতে গেলে সমস্যার সৃষ্টি হচ্ছে ৷ অত মানুষের মধ্যে হঠাৎ করে একটি গ্রুপ দাঁড়িয়ে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়ল পুরো লাইন থমকে যায় ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ৷ অন্যদের প্রতিমা দর্শন করতে অসুবিধা হয় ৷ তাই কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
প্রচার চালানো হলেও এতো ভিড়ে সকলের উপর নজর রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2017 10:28 AM IST
