ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানি৷ বছর চুয়াল্লিশ বয়স৷ ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেন এর বাসিন্দা৷ ব্যবসায়ী পরিবার সূত্রের খবূর, গত পশু থেকেই কোনও খোঁজ মিলছিল না তাঁর৷ বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি৷ কিন্তু, তখন কে জানত, এই ভব্য লাখানি আসলে ভবানীপুর বা তার ধারকাছেই নেই৷ তাঁকে দু’দিন আগেই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নিমতায়৷
advertisement
গত মঙ্গলবার হঠাৎই রাত আড়াইটে নাগাদ পাশের বাড়ির ছাদে কয়েকজন সন্দেহভাজন লোককে জলের ট্যাঙ্কের উপরে ইট গাঁথতে দেখেন এক ব্যক্তি৷ সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎই খবর দেন নিমতা থানায়৷ তারপরে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় দেহ৷ গ্রেফতার হয় দু’জন৷
এরপরেই খবর দেওয়া হয় বালিগঞ্জ থানায়৷ ভব্য লখানির বাড়ি যে এলাকায়, সেটি বালিগঞ্জ থানার অন্তর্ভুক্ত৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা৷ জানা গিয়েছে, নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে৷ পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের এক বিজনেস পার্টনারকে আটকও করেছে। তাঁকে নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে চলছে বালিগঞ্জ থানার পুলিশের সার্চ অপারেশন।