TRENDING:

সেদিন নিকোপার্কে কী ঘটেছিল? এবার কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন মৃত যুবকের পরিবার

Last Updated:

সূত্রের খবর, সল্টলেক নিকোপার্কে সাতজনের একটি দল এসেছিল বুধবার। ছিলেন চারজন যুবক এবং তিনজন তরুণী। সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই কলেজ পড়ুয়া। যে সময় ওয়াটার পার্কে ঝর্ণার জল পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন এক যুবক। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিকোপার্কের দুর্ঘটনা বিষয়ে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানান মৃত রাহুল দাসের বাবা। তিনি বলেন, ‘কর্তৃপক্ষের পুরো গাফিলতি ছিল। হাসপাতালের দূরত্ব খুব বেশি নয়। তিরিশ মিনিট লাগল হাসপাতাল নিয়ে যেতে। অক্সিজেন দিলে ছেলে হয়তো বেঁচে যেত। কোনও অক্সিজেন সাপোর্টেরও ব্যবস্থা ছিল না। এখনও পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সঙ্গে একবারের জন্যও যোগাযোগ করেনি। এত বড় পার্ক বেশ কিছু জায়গায় সিসি টিভি ক্যামেরাও নেই। আমরা প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাইছি। পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করছি।’
News18
News18
advertisement

এরপরেই নিকোপার্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চেয়ে এবং গতকালের দুর্ঘটনা স্থল ঘুরে দেখার দাবি জানিয়ে নিকো পার্ক প্রাঙ্গণে উপস্থিত হন রাহুল দাসের মামা এবং তার পরিবারের সদস্যরা। তাঁরাও জানান, ‘ঘটনাস্থল ঘুরে দেখতে চেয়েছি কিন্তু এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কেউ কোনোরকম সহযোগিতা করেননি। কোনও কথা বলছে না কর্তৃপক্ষের কেউই। গতকাল এত বড় দুর্ঘটনার পরেও আজ খোলা পার্ক। চলছে সমস্ত রাইড।’

advertisement

সূত্রের খবর, সল্টলেক নিকোপার্কে সাতজনের একটি দল এসেছিল বুধবার। ছিলেন চারজন যুবক এবং তিনজন তরুণী। সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই কলেজ পড়ুয়া। যে সময় ওয়াটার পার্কে ঝর্ণার জল পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন এক যুবক। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়েছে বলে জানানো হয়। গোটা ঘটনা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শহরের জনপ্রিয় ওয়াটার পার্ক নিকোপার্ক। সল্টলেক সেক্টর ফাইভের এই পার্কে গেলেই দেখা যাবে জমজমাট ভিড়। পার্কে আসা মানুষদের আরও আনন্দ দিতে কর্তৃপক্ষের তরফ থেকে নতুন রাইড লঞ্চ করা হয়। শিশু থেকে যুবক, সকলেরই প্রিয় জায়গা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সেদিন নিকোপার্কে কী ঘটেছিল? এবার কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন মৃত যুবকের পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল