আজ নবান্নে মমতা বলেন,
একইসঙ্গে তিনি বলেন,
advertisement
মাঝেরহাট ব্রিজের ঢিলছোঁড়া দূরত্বেই তৈরি হচ্ছিল জোকা-বিবাদি বাগ মেট্রো ৷ সেই মেট্রো তৈরির জন্য ব্যবহার করা হত ভাইব্রেটর ৷ যার জেরে মাঝেরহাট ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যেত ব্রিজটি কেঁপে উঠত ৷ স্থানীয় বাসিন্দারা একাধিকবার আপত্তি জানালেও মেট্রো রেলের কর্মীরা সেসবে কর্ণপাত করেননি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাই পূর্ত দফতরের পাশাপাশি মেট্রোরেলেরও গাফিলতি রয়েছে কিনা সেটিও তদন্তসাপেক্ষ বলে জানালেন মমতা ৷
কয়েকদিন আগেই তাসের ঘরের মত ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ ৷ বুধবার সেই ভেঙে পড়া ব্রিজের অংশ দেখতে গিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিকরা ৷ ছিলেন পুরসভা, কেএমডিএ এবং রেলের আধিকারিকরাও ৷ এরপরই প্রশ্ন ওঠে মাঝেরহাট ব্রিজের বাকি অংশটি ঠিক কেমন রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানান, সেতুর বাকি অংশকে কাজে লাগানো যাবে না ৷ এরপরই জরুরি বৈঠকে বসেন পূর্ত দফতরের আধিকারিকেরা ৷ সেই বৈঠক থেকেই উঠে আসে নতুন করে মাঝেরহাট তৈরির প্রস্তাব ৷ কারণ ব্রিজের বাকি অংশও যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ৷ তার অবস্থাও রীতিমত খারাপ ৷ পূর্ত দফতরের এই প্রস্তাবেই অবশেষে সায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শুক্রবার মাঝেরহাট লেভেল ক্রসিং কি আদৌ কি তৈরি করা যাবে ? তা খতিয়ে দেখতেই আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পূর্ব রেলের এজিএম, শিয়ালদহের ডিআরএম এবং রেল ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}