TRENDING:

Netaji Subhash Chandra Bose: ‘আদর্শগত’ পার্থক্য! সদস্য থাকা ‘অসম্ভব’, এক রাশ ক্ষোভ জানিয়ে বিজেপি ছাড়লেন নেতাজির নাতি চন্দ্র বসু

Last Updated:

কিন্তু, চন্দ্র বসুর অভিযোগ, এবিষয়ে একাধিক বার নেতৃত্বকে জানিয়েও কোনও রকমেক কোনও সাড়া তিনি পাননি৷ শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছাকাছি পৌঁছনোর জন্য দলের কাছে ‘বেঙ্গল স্ট্র্যাটেজি’ পাঠিয়েছিলেন তিনি৷ যে সম্পূর্ণ ভাবে অবহেলা করেছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব৷ অভিযোগ চন্দ্র বসুর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডাকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন তিনি৷ তাঁর কথায়, বিজেপি যে রাজনীতি করে, তার সঙ্গে তাঁর আদর্শগত ফারাক রয়েছে৷ এছাড়া, পশ্চিমবঙ্গের উন্নয়নে একাধিক বিষয়ে কেন্দ্র তথা রাজ্য নেতৃত্বকে একাধিক প্রস্তাব পাঠালেও তাতে তাঁর দল তেমন আমল করেনি বলেই আক্ষেপ তাঁর৷
advertisement

এদিন সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র বসু বলেছেন, ‘‘শরৎচন্দ্র বসু, আমার ঠাকুরদা এবং তাঁর ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু৷ এই ‘বোস ব্রাদার্স’দের আদর্শই আমার আদর্শ৷ ওঁরা শিখিয়েছেন সব ধর্মের মানুষকে এক করে ভারতীয় করে তোলা৷ বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ওঁরা লড়াই করেছিলেন৷’’

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

advertisement

শুধু মতাদর্শগত পার্থক্যই নয়, চন্দ্র বসুর গলায় আরও একাধিক বিষয়ে আক্ষেপ ঝরে পড়েছে এদিন৷ নাড্ডাকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘মোদিজির নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই ২০১৬ সালে বিজেপি-তে যোগদান করেছিলাম… তখন তো বটেই, এমনকি এখনও আমি চেয়েছিলাম বিজেপির মাধ্যমে শরৎচন্দ্র বসু ও সুভাষচন্দ্র বসুর আদর্শ সারা দেশে ছড়িয়ে পড়ুক৷ তখন ঠিক হয়েছিল বিজেপির সাংগঠনিক কাঠামোর মধ্যেই আজাদ হিন্দ মোর্চা তৈরি হবে, যার মাধ্যমে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়ের মধ্যে নেতাজির আদর্শ প্রচার করা হবে৷’

advertisement

কিন্তু, চন্দ্র বসুর অভিযোগ, এবিষয়ে একাধিক বার নেতৃত্বকে জানিয়েও কোনও রকমের কোনও সাড়া তিনি পাননি৷ শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছাকাছি পৌঁছনোর জন্য দলের কাছে ‘বেঙ্গল স্ট্র্যাটেজি’ পাঠিয়েছিলেন তিনি৷ যেটা সম্পূর্ণ ভাবে অবহেলা করেছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব৷ অভিযোগ চন্দ্র বসুর৷

আরও পড়ুন: আরও বিপাকে অনুব্রত মণ্ডল! ইডির আবেদনে সাড়া, আসানসোল থেকে গরু পাচার মামলা যাচ্ছে দিল্লি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই পরিস্থিতিতে, বিজেপির সদস্য পদে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে বলে নাড্ডাকে লেখা চিঠিতে জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, বিজেপি-কে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে তাঁর ঠাকুরদা শ্রী শরৎচন্দ্র বসুর ১৩৪ তম জন্মদিনের দিনটিতেই এই চিঠি পৌঁছে দিয়েছেন নাড্ডার কাছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Netaji Subhash Chandra Bose: ‘আদর্শগত’ পার্থক্য! সদস্য থাকা ‘অসম্ভব’, এক রাশ ক্ষোভ জানিয়ে বিজেপি ছাড়লেন নেতাজির নাতি চন্দ্র বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল