এই প্রসঙ্গে জানা গিয়েছে,যে ওষুধগুলি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে সেই ওষুধগুলি ব্যবহার হচ্ছে তার উপরেও নজরদারি চালাতে হবে। সেগুলোতে নজরদারি হচ্ছে নাকি তা দেখতে হবে। তার সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে। জেলাশাসক ,অতিরিক্ত জেলাশাসক, ১২ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এমনটাই খবর নবান্ন সূত্রে।
আরও পড়ুন: ৬ জেলায় কিছুক্ষণেই তুমুল দুর্যোগ…! সন্ধ্যায় কলকাতায় ঝড়-জল, বাজের তাণ্ডব? আলিপুরের আপডেট
advertisement
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বিকেলে উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করে রাজ্য।
আরও পড়ুন: অবশেষে এল প্রতিক্রিয়া! দিলীপ ঘোষের বিয়ের পরে যা বললেন শুভেন্দু অধিকারী
আপাতত তাঁরা ওই গোডাউন থেকে কোন কাজ করতে পারবেন না। ডিডি ফার্মা ও জয়সওয়াল ফার্মা এই দুই সংস্থায় তল্লাশি চালানো হয় বলেই সূত্রের খবর। ওই দুই সংস্থার লাইসেন্স বাতিলও করতে চলেছে রাজ্য।