বৃহস্পতিবার রাত দুটো নাগাদ টহলদারির সময় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আরপিএফ জওয়ানরা৷ সপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট স্টেশনের মাঝে ডাউন লাইনে বৃহস্পতিবার এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। মেট্রো রেল সূত্রে খবর, পার্ক স্ট্রিট স্টেশন থেকে সাড়ে ২০০ মিটার এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে ৭০০ মিটার দূরে ডাউন লাইনের ট্র্যাকের কাছাকাছি পড়েছিল দেহ।
advertisement
কীভাবে দুই স্টেশনের মাঝে মেট্রোর লাইনে দেহ এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আরপিএফ-এর টহলদারি দলই এর পর মেট্রো রেলের কন্ট্রোল রুমে খবর দেন৷ সেখান থেকেই খবর যায় নিউ মার্কেট থানায়৷
পুলিশ এসেই মেট্রোর লাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়৷ সেখানেই ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়৷ প্রাথমিক ভাবে কর্তব্যরত চিকিৎসক জানান, তড়িদাহত হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে৷
ওই যুবক কে, মেট্রোর সুরক্ষা বলয় এড়িয়ে কীভাবে সুড়ঙ্গে ঢুকে গেলেন ওই ব্যক্তি, কীভাবেই বা তিনি মারা গেলেন, এই ঘটনায় এরকম একাধিক প্রশ্ন উঠছে৷ এই ঘটনা কেন স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ল না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে৷ ঘটনায় তদন্তে নেমেছে আরপিএফ৷