TRENDING:

Garfa Flat Mystery: এক বছরও কাটল না, প্রেমিকার পর এবার একই ফ্ল্যাটে মিলল প্রেমিকের দেহ! গড়ফায় বিরাট রহস্য

Last Updated:

মৃত ওই যুবকের নাম বিকাশ দত্ত (৩৫)৷ এ দিন ২/৭ শহিদ নগরের ওই বহুতলের ফ্ল্যাট থেকে বিকাশ দত্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত বছর এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল এক তরুণীর দেহ৷ এবার সেই ফ্ল্যাটেই প্রেমিকের রহস্যমৃত্যু৷ গড়ফার শহিদ নগরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ৷
এআই-এর সাহায্যে তৈরি করা প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি করা প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম বিকাশ দত্ত (৩৫)৷ এ দিন ২/৭ শহিদ নগরের ওই বহুতলের ফ্ল্যাট থেকে বিকাশ দত্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ স্থানীয় সূত্রে খবর, গত তিন দিন ধরেই ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল৷ এ দিন ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় গড়ফায় থানায় খবর দেন ওই যুবকের আত্মীয়রা৷ পুলিশ এসে দরজা ভেঙে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে৷

advertisement

গত বছর কালীপুজোর ঠিক দু দিন পর গড়ফার এই ফ্ল্যাটেই বিকাশ দত্তের প্রেমিকার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল৷ রাতভর আকণ্ঠ মদ্যপানের জেরেই ওই তরুণীর মৃত্যু হয়েছিল বলে পুলিশি তদন্তে উঠে আসে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

প্রাথমিক ওই তরুণীর মৃত্যুকে নিয়েও যথেষ্ট রহস্যের সৃষ্টি হয়েছিল৷ কারণ তরুণীর মৃত্যু ঠিক কীভাবে হয়েছিল, তা নিয়েই সন্দেহ দানা বাঁধে৷ দেহ উদ্ধারের সময় তরুণী অর্ধনগ্ন অবস্থায় ছিলেন বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা৷ সেই ঘটনার এক বছরের মধ্যেই এবার ওই একই ফ্ল্যাটে তরুণীর প্রেমিকেরও রহস্যমৃত্যুর ঘটনা ঘটল৷ ওই যুবক আত্মঘাতী হয়েছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Garfa Flat Mystery: এক বছরও কাটল না, প্রেমিকার পর এবার একই ফ্ল্যাটে মিলল প্রেমিকের দেহ! গড়ফায় বিরাট রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল