আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজগুলির সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, সিসিটিভি লাগাতে স্বাস্থ্যভবনের উদ্যোগ
সেই হোটেলের ভিতরে প্রাইভেটলি গানবাজনা আসর বসে। সেই সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। গানবাজনা আসর চলাকালীন এক ব্যক্তি উত্তক্ত করেন ওখানে উপস্থিত এক গায়িকাকে। আচমকা অভিযোগকারিনির সঙ্গে থাকা অন্য এক তরুনীর কাছে এসে নাচ করতে শুরু করে ওই ব্যক্তি। এরপর তরুণী-সহ ৬ জন সরে যায়। কিছুক্ষণ পর আবার ওই ব্যক্তি নাচার জন্য প্রস্তাব দেয় অভিযোগকারিনীর এক বন্ধুকে।এরপর অভিযোগকারিনী প্রতিবাদ করলে হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ ভাঙবে সব রেকর্ড! ধেয়ে আসছে ঘাতক ‘লা নিনা’! তছনছ হবে গোটা দেশ? জানুন আপডেট
এমনকী হুমকি দেয় অভিযোগকারিনীকে। হোটেল কর্তৃপক্ষকে বলা হলে, ওই অভিযুক্তকে বিল নিয়ে বের করে দেওয়া হয়। এরপর পুলিশকে জানানো হয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। কিছুক্ষণের মধ্যে ২ জন গ্রেফতার করা হয়। ধৃত অরুন কুমার এবং তার সাহযোগী। তদন্ত করছে প্রগতি ময়দান থানার পুলিশ।