TRENDING:

Manojit Mishra Arrest: ছাত্রীকে গণধর্ষণের পরেও থানার পাশেই ঘোরাঘুরি, বেপরোয়া হতে গিয়ে কীভাবে পুলিশের জালে মনোজিৎ?

Last Updated:

আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ পাওয়ার পর কসবার থানার পক্ষ থেকে ছোট ছোট দলে পুলিশ কর্মীকে কাজে লাগানো হয়েছিল অভিযুক্তদের খুঁজে বার করার জন‍্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলেজের ভিতরেই দুই শাগরেদকে নিয়ে ছাত্রীকে গণধর্ষণ৷ তার পরেও বেপরোয়া ছিল কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র৷ সূত্রের খবর, ঘটনার পর থেকেই নির্যাতিতা ছাত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের উপরেও নজর রাখছিল মনোজিৎ এবং তার দুই শাগরেদ৷ শেষ পর্যন্ত অবশ্য নির্যাতিতার পরিবারের উপরে এই নজরদারি চালাতে গিয়েই গ্রেফতার হয় মনোজিৎ৷
গণধর্ষণের পরেও বেপরোয়া মনোজিৎ৷
গণধর্ষণের পরেও বেপরোয়া মনোজিৎ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, ২৫ জুন রাতে ওই ঘটনার পর প্রথমে নির্যাতিতা এবং তার পরে তাঁর পরিবারের সদস্যদের কাউকে কিছু না জানানোর জন্য হুমকি দিতে শুরু করে মনোজিৎ৷ সেখানে থামেনি বেপরোয়া মনোজিৎ৷ অভিযোগ, নির্যাতিতা এবং তাঁর পরিবারের উপরে রীতিমতো নজরদারি চালাতে শুরু করে সে৷ নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা কী করছেন, কার কাছে যাচ্ছেন- সবটা জানার চেষ্টায় ছিল মনোজিৎ ও তার দুই সহযোগী৷

advertisement

আরও পড়ুন: ‘দাদার নির্দেশেই সবকিছু…’নির্যাতনের পরেও কী মতলব ছিল মনোজিতের? ফাঁস করল দুই শাগরেদ

পরের দিন, অর্থাৎ ২৬ জুন একাধিকবার কসবা থানার আশেপাশে ঘুরে যায় মনোজিৎ৷ নির্যাতিতা অথবা তাঁর পরিবার থানায় আসছেন কি না, সে বিষয়েই নিশ্চিত হতে চেয়েছিল অভিযুক্ত৷ মনোজিতের মোবাইলের টাওয়ার লোকেশন দেখেই এ বিষয়ে নিশ্চিত হয় পুলিশ৷

advertisement

পুলিশ সূত্রে আরও খবর, নির্যাতিতার পরিবারের উপরে এই নজরদারি চালাতে গিয়েই থানার মাত্র ৫০০ মিটার দূরে কসবার সিদ্ধার্থশঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে গ্রেফতার করা হয় মনোজিৎকে৷

আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ পাওয়ার পর কসবার থানার পক্ষ থেকে ছোট ছোট দলে পুলিশ কর্মীকে কাজে লাগানো হয়েছিল অভিযুক্তদের খুঁজে বার করার জন‍্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সন্ধ‍্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎই পুলিশকর্মীদের নজরে আসে মনোজিৎ ও জায়েব থানার কাছেই ওই শিশু উদ্যানের সামনে দাঁড়িয়ে৷ দু জনের ছবি দেখে চিহ্নিত করেই পুলিশ পাকড়াও করে তাদের থানায় নিয়ে যায়৷৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Manojit Mishra Arrest: ছাত্রীকে গণধর্ষণের পরেও থানার পাশেই ঘোরাঘুরি, বেপরোয়া হতে গিয়ে কীভাবে পুলিশের জালে মনোজিৎ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল