TRENDING:

Mamata Banerjee: মোদির মাঠেই সভা মমতার! ৪২ আসনে প্রার্থীর নাম ঘোষণার পরেই ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Last Updated:

গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলার সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে। গত সপ্তাহেই তিনি মেদিনীপুর সফরে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন। তার আগে গিয়েছিলেন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। তবে ৪২ আসনে প্রার্থীর নাম ঘোষণার পরে এ বার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল৷ আর তার ঠিক পরেই ফের উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূল সূত্রের খবর, আগামী ১৩ মার্চ. অর্থাৎ, বুধবার শিলিগুড়ির কাওয়া খালি ময়দানে সরকারি প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাঠেই গত শনিবার সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement

জানা গিয়েছে, আগামী ১৩ মার্চ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেমনটাই খবর নবান্ন সূত্রের। পাশাপাশি, উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক সভা ও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন: সামনেই লোকসভা নির্বাচন, লক্ষ্য তফশিলি ভোট! বিরাট পরিকল্পনা করতে চলেছেন অভিষেক, আগামিকালই সভা

advertisement

জানা গিয়েছে, ১২ মার্চ মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যাবেন মমতা। জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ মুখ্যমন্ত্রীর সফরের কথা রবিবার রাতে জানিয়েছেন। জানা গিয়েছে, ১২ মার্চ জলপাইগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে থাকবেন উত্তরকন্যায়। বুধবার ১৩ মার্চ তিনি যাবেন ফুলবাড়ি। ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে। সেই সভা থেকেই একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: নুসরত, মিমি তো হল…শেষমেশ অর্জুনও! প্রার্থী তালিকা থেকে কাটা গেল আর কোন কোন নাম? কারণই বা কী…

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলার সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে। গত সপ্তাহেই তিনি মেদিনীপুর সফরে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন। তার আগে গিয়েছিলেন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। তবে ৪২ আসনে প্রার্থীর নাম ঘোষণার পরে এ বার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: মোদির মাঠেই সভা মমতার! ৪২ আসনে প্রার্থীর নাম ঘোষণার পরেই ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল