সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না৷ দেখবেন একদিন উনিই সবথেকে বড় মীরজাফর হয়ে যাবেন৷ একটু খেয়াল রাখুন৷’
মুখ্যমন্ত্রী গতকালই উত্তরবঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, আজ খড়্গপুরে বিড়লা গোষ্ঠীর নতুন একটি কারখানার উদ্বোধনে যাওয়ার কথা তাঁর৷ কিন্তু এ দিন কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, খড়্গপুরের অনুষ্ঠান বাতিল হয়েছে৷
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গতকাল তাঁর সাংবাদিক বৈঠকের পরই ওই সংস্থার কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানান, সংস্থার শীর্ষ কর্তার শারীরিক সমস্যার কারণে এই অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে৷ যদিও আচমকা এ ভাবে অনুষ্ঠান বাতিলের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ওই সংস্থা কর্তৃপক্ষকে কোনওরকম হুমকি দেওয়া হয়েছে কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক সরকার দেখেছি৷ এরকম অহংকারী, স্বৈরাচারী সরকার দেখিনি৷ ওনাদের দলের নেতা মিটিং করে বলে বাংলায় এক কোটি ভোটারের নাম কেটে দেব৷ এই প্রাকৃতিক বিপর্যয়, বন্যার মধ্যে ১৫ দিনে এসআইআর হবে? গোটাটাই অমিত শাহের খেলা৷ উনি অ্যাক্টিং প্রধানমন্ত্রীর কাজ করছেন৷ কিন্তু আমার ধারণা প্রধানমন্ত্রী সব জানেন৷ প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহকে বিশ্বাস করবেন না৷ দেখবেন একদিন উনিই সবথেকে বড় মীরজাফর হয়ে যাবেন৷ একটু খেয়াল রাখুন৷’