মমতার চ্যালেঞ্জ, ‘ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, লুকিয়ে লুকিয়ে করেছে, চ্যালেঞ্জ করব। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বললে তাকে গ্রেফতার করবে, তারপর ডিটেন্টেশন ক্যাম্পে রাখবে।’
আরও পড়ুন: ডিভিসির জলে বন্যার আশঙ্কা বাংলার ৪ জেলায়! ফের ডিভিসিকে কড়া ইমেইল ক্ষুব্ধ নবান্নের
তিনি আরও বলেন, ‘আমরা সব ভাষাকে সন্মান জানাই। এর মানে এটা হয় না যে আপনারা বাঙালির উপর অত্যাচার করবেন, এটা হতে পারে না। আমরা বাঙালির উপর অত্যাচার করতে দেব না। আপনারা কী ভেবেছেন? বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা বলে দেবেন?’
advertisement
মুখ্যমন্ত্রীর দাবি, ‘ওদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে। ওদের স্কিল আছে তাই ডেকে নিয়ে যাওয়া হয়েছে। ২২ লক্ষ আমার বাংলার শ্রমিক, গরিব লোকগুলো যায় তাদের অনেক কষ্ট করতে হয়। তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে? কেন বাংলা ভারতবর্ষের মধ্যে নয়?’
আরও পড়ুন: রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ল, কারা আবেদন করতে পারবেন? বিশদে জানুন
মুখ্যমন্ত্রী বলেন, ‘মহারাষ্ট্রতে যখন হিন্দিভাষীদের তাড়িয়ে দিয়েছিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা সবাইকে সন্মান করি। বাঙালিদের উপর আপনাদের এতো রাগ কেন? কী করেছে বাঙালিরা আপনাদের?’
সোমরাজ বন্দ্যোপাধ্যায়