মুখ্যমন্ত্রী তার দলীয় নথি/ডেটা চুরির অভিযোগ এনেছেন। সেই অভিযোগ জমা পড়েছে থানায়। তার ভিত্তিতে আইটি অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার তদন্তের দায়িত্বে থানার অতিরিক্ত ওসি। কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা করা হয়েছে। গতকাল প্রতীক জৈনের বাড়িতে কলকাতা পুলিশ গেলে তাদের সাথে বচসা বাধে ইডি অফিসার ও সিআরপিএফের। পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ পুলিশের। তাই স্বতঃপ্রণোদিত মামলা। দুটো এফআইআর আননোন ইডি অফিসিয়াল ও সিআরপিএফের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি ইডিকে জরুরী মামলার অনুমতি দিয়েছে। দুপুর আড়াইটেয় একসঙ্গে দুটি মামলার শুনানি হবে, জানালেন বিচারপতি শুভ্রা ঘোষ।
