TRENDING:

mamata banerjee: ১লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’, ঠিক হয়ে গেল রাজ্য সঙ্গীতও! মমতা বললেন, ‘সমর্থন না করলে কিছু এসে যায় না’

Last Updated:

প্রস্তাবের বিরোধিতা করে ২০ জুনের পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, আর রাজ্যসঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’৷ বিতর্কের আবহেই বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে প্রস্তাব পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয় সব শেষে ‘বাংলার মাটি, বাংলার জল’গানটি গান শাসকদলের বিধায়কেরা৷ গলা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ পাশাপাশি, এদিন প্রস্তাব পেশ করেই মুখ্যমন্ত্রী জোর গলায় জানিয়ে দেন, ‘‘কে সমর্থন করল আর করল না তাতে কিছু যায় আসে না৷ আমরা পয়লা বৈশাখ পালন করব।’’
advertisement

এদিনের প্রস্তাব ঘিরে যে অধিবেশন উত্তপ্ত হতে চলেছে, তার আন্দাজ আগে থেকেই ছিল৷ অধিবেশনের শুরুতেই এদিন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের টি-শার্ট পরে আসা নিয়ে ‘আপত্তি’ জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: ‘রাজ্যপাল সই না করলে কী করে আটকায় দেখব..’ পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা

সম্প্রতি গত ২০ জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানতে নারাজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ফোনে অনুরোধ জানিয়ে ও পরে চিঠি লিখে রাজ্যপালকে এই আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল। তা নিয়ে সম্প্রতি নবান্ন সভাঘরে হওয়া বৈঠকে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

advertisement

সেই থেকেই শুরু হয় বিতর্ক৷ বিজেপির দাবি, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ স্থাপিত হয়েছিল৷ তাই ওই দিনটিই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হোক৷ এদিন মমতার প্রস্তাব পেশের পরেই বিজেপি পরিষদীয় দলের পক্ষে এই প্রস্তাবের বিরোধিতা করে প্রথম বক্তব্য রাখেন বিধায়ক শংকর ঘোষ।

প্রস্তাবের বিরোধিতা করে ২০ জুনের পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

advertisement

আরও পড়ুন:‘গেঞ্জি পরে’…বিধানসভায় শুভেন্দুরা! দিনের শুরুতেই উত্তাল অধিবেশন, ক্ষুব্ধ স্পিকার

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

তবে, মুখ্যমন্ত্রী নিজের বক্তৃতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘যাঁরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাঁরা ইতিহাস শেখাবে। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ স্থাপিত হয়নি। অবিভক্ত বাংলার বিধানসভায় একবার এই বিষয়ে আলোচনা হয়েছিল। যাদের সাথে বাংলার মানুষ, মাটির যোগাযোগ নেই, তারা কী করে বাংলার কথা বলবে?’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
mamata banerjee: ১লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’, ঠিক হয়ে গেল রাজ্য সঙ্গীতও! মমতা বললেন, ‘সমর্থন না করলে কিছু এসে যায় না’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল