সভা থেকে মমতার দাবি, ‘আমার এখানে লক্ষ্মীর ভাণ্ডারে খরচ হয় ২৫ হাজার কোটি টাকা। প্রথমে ক্ষমতায় এসে করেছিলাম কন্যাশ্রী। বিশ্বশ্রী হয়েছে। আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার দেখবেন বিশ্ব ভাণ্ডার হয়ে যাবে। নির্বাচন এর আগে বলবে সিএএ হবে। আমরা এখানে আধার কার্ড কাটতে দেব না। এনআরসিও করতে দেব না।’
আরও পড়ুন: ভোজনরসিকদের জন্য সুখবর, শহর কলকাতার প্রাণকেন্দ্রে খুলেছে ৪ নতুন রেস্তরাঁ! রইল ঠিকানা
advertisement
লোকসভা ভোটের আগে এনআরসি কার্যকর করতে কেন্দ্রের তরফে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। ফের একবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। তার আগে ভোটের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। সিএএ-র প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
তিনি বলেছেন নির্বাচন এলেই সিএএ নিয়ে চিৎকার শুরু হয় পাঁচ বছরের জন্য সব বাতিল হয়ে যাবে। ভোটার তালিকা-সহ সব তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। সব অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। এরপরই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি তিনি থাকতে এরাজ্যে কোনওভাবেই এই চক্রান্ত কার্যকর হবে না। তিনি বলেন, ‘মতুয়াদের যে ভাগ করার রাজনীতি, তা আমরা মানব না। বিজেপিকে আমি বলি পিন্টু বাবু। NRC করতে দেব না। উত্তরবঙ্গ,পশ্চিমবঙ্গ ভাগ আমরা মানব না।’
আবীর ঘোষাল